নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ জনগণের সহানুভূতি আদায়ের জন্য সিপিএম রাজ্য নেতৃত্বরা বিভ্রান্তির আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি৷ শুধু তাই নয় রাজ্যের গণতান্ত্রিক পরিবেশকে বিনষ্ট করার ষড়যন্ত্র করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেছে বিজেপি৷ রবিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, সিপিএম রাজ্য কমিটির নেতত্ব তথা সাংসদ ও বিধায়কদের এক প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে কিছু দাবী নিয়ে সাক্ষাৎ করেন৷ দাবীগুলির মধ্যে অন্যতম ছিল সিপিএম পার্টি অফিসগুলি বন্ধ হয়ে আছে এবং সেগুলি খোলার ব্যবস্থা করার জন্য৷ এ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র বলেন, সিপিএমের পক্ষে যদি পার্টি অফিস খোলা সম্ভব না হয় তাহলে তারা যেন বলেন বিজেপি তাদের দলীয় কর্মীরা খুলে দিতে প্রস্তুত, তবে সেজন্য সিপিএমের তরফ থেকে প্রস্তাব আসতে হবে৷ সুব্রতবাবুর দাবি জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে সিপিএম৷ তাই তাদের পার্টি অফিসে কোন কর্মী বা নেতা যেতে চাইছেন না৷ হতাশা থেকে এসব বিভ্রান্তিকর বক্তব্য রেখে জনগণের কাছ থেকে সহানুভূতি আদায়ের চেষ্টা চলছে৷ তাছাড়া সিপিএমের তরফ থেকে বলা হয়েছে তাদের দলের নেতাদের নাকি এসকর্ট দেওয়া হচ্ছে না৷ এই বক্তব্যের খন্ডন করে বিজেপি মুখপাত্র বলেন, কোন রাজনৈতিক দলের সব নেতাদের এসকর্ট দেওয়ার ঘটনা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে নেই৷ তিনি বলেন, সিপিএমের বিধায়কদের কেউ কেউ বলছেন তাঁরা নাকি নিজেদের নির্বাচনী কেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন৷ এ প্রসঙ্গে তিনি বলেন, ভয় পাবারই কথা৷ কারণ জনগণের সাথে যেভাবে সিপিএম নেতৃত্বরা বঞ্চনা করেছেন, প্রতারণা করেছেন সেখানে কুন মুখে বিধায়করা যাবেন৷ জনগণের প্রশ্ণের উত্তর দেবার মতো মুখ তাদের নেই৷ তাই ভয়ে তারা নিজের নির্বাচনী কেন্দ্রেই যেতে পারছেন না৷ এযথা তারা বিভ্রান্তি ছড়িয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন৷
2018-11-12