বেআইনীভাবে রেলের টিকিট বিক্রি, দালালদের গ্রেপ্তার করল আরপিএফ

মালিগাঁও, ৯ নভেম্বর৷৷ রেলওয়েতে নির্ঝঞ্ঝাটে যাত্রা করতে ইচ্ছুক প্রকৃত যাত্রীদের নিশ্চিন্তে ট্রেনযাত্রা করতে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বেশ কয়েকজন দালালকে গ্রেপ্তার করেছেন, যারা সন্দেহজনক কিছু ব্যক্তিকে বেআইনিভাবে রেলের টিকিট বিক্রি করেছিলেন৷

২৯-১০-২০১৮ তারিখে প্রায় বেলা পৌনে বারটার সময় এরকম একটি ঘটনায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, অমিত কুমার  বর্মন, ইনস্পেক্টর / সিআইবি/নিউ জলপাইগুড়ি এবং সম্বিত রায়, ইনস্পেক্টর/ সিপিডিএস/ নিউ জলপাইগুড়ির নেতৃত্বে নিউ জলপাইগুড়ির আরপিএফ ক্রাইম ইনভেস্টিগেশন টিম এবং জলপাইগুড়ির আরপিএফ পোস্টের কর্মী ও অফিসার এবং জলপাইগুড়ির কোতোয়ালি থানার স্থায়ী পুলিশের সঙ্গে, রেলওয়ে রিজার্ভেশন ইৃটিকিট নিয়ে জালিয়াতি ও দালালি কাজকর্মের বিরুদ্ধে এক অভিযান চালায় ‘‘সাগরিকা ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস’’ নামীয় একটি দোকানে, যেটি মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি শহরে অবস্থিত৷ সেখান থেকে দোকানের একজন কর্মীকে গ্রেপ্তার করা হয়, যার নাম প্রকাশ দত্ত, ৪০ বছর, পিতার নাম স্বর্গতঃ ভূপেন্দ্রনাথ দত্ত, রাইকতপাড়া, পোঃ জলপাইগুড়ি, থানা কোতোয়ালি, জেলা জলপাইগুড়ৃিতে থাকে এবং ২ (দুই)টি তৎকাল ই-টিকিট যার মূল্য ২,৩২৫ টাকা, ৮ (আট)টি কারেন্ট রেলওয়ে ই-টিকিট যার মূল্য ৯,৫২৪ টাকা, ৩৪ টি ব্যবহৃত তৎকাল ই-টিকিট যার মূল্য ৭৯৩৯৯ টাকা (বাজেয়াপ্ত করা ই-টিকিটগুলির মোট মূল্য ৯১২৪৮ টাকা) ঃ ২ (দুই)টি ডায়েরি যাতে রেলওয়ে রিজার্ভেশন বুকিং টিকিটের বিবরণ লেখা রয়েছে একটি আইআরসিটিসি মোডেম (ই-পাস ২০০৩ অটো), একটি এইচপি ল্যাপটপ (যার ক্রমিক নম্ব র সিএনডি ৪২২৭ টিএলআর), একটি প্রিন্টার ক্যানন এলবিপি ২৯০০বি, একটি ওয়ারড অপ্ঢিক্যাল মাউস, ৩ (তিন)টি মোবাইল ফোন (১ টি স্যামসাং, ১টি অনর এবং ১টি জিও এলওয়াইএফ) এবং বিভিন্ন মূল্যের নগদ ৪২,০০০ টাকা উদ্ধার করা  হয়৷ এবিষয়ে রেলওয়ে আইনের দারা ১৪৩-এর অধীনে জলপাইগুড়ির আরপিএফ পোস্টে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে যার নম্বর ২১১/২০১৮ তারিখ ২৯-১০-২০১৮৷

২৪-১০-২০১৮ তারিখে বেলা প্রায় ১২.৩৫ মিনিট নাগাদ একমাত্র আরেকটি ঘটনায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আইপিএফ/সিআইবি/নিউ জলপাইগুড়ির তত্ত্বাবধানে নিউ জলপাইগুড়ির কাটিহার ডিভিশনের আরপিএফ সিআইবি টিম, শিলিগুড়ি জংশন পোস্টের কর্মী ও শিলিগুড়ির প্রধাননগর থানার পুশি অফিসাদের নিয়ে যৌথবাবে ‘‘ট্রাস্ট ট্যুরিজ ট্র্যাভেল এজেন্সি’’-তে অভিযান চালান, যেটি হেলিকার্ট রোড/ শিলিগুড়ি জংশন-এ অবস্থিত৷ এই অইভযানে দীপক সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, বয়স ৪৬ বছর, পিতা স্বর্গত ইন্দ্রমোহন সরকার, যেখানে থাকে বিদ্যাছচেক্র কলোনি, পোঃ ও থানা ভক্তিনগর, জেলা জলপাইগুড়ি (পঃবঃ)৷ সেখান থেকে ২ (দুই)টি তৎকাল রিজার্ভেশন টিকিট এবং একটি তৎকালের রিজার্ভেশন টিকিটের জেরক্স কপি উদ্ধার করা হয় যার মূল্য ১৩,১০৫ টাকা এবং নগদ ৫,০০০ টাকা উদ্ধার করা  হয়৷ এ বিষয়ে রেলওয়ে আইনের ধারা ১৪৩-এর অধীনে আরপিএফ পোস্ট, শিলিগুড়ি জংশন-এ একটি ফৌজদারি মামলা দায়ের করা হয় যার নম্বর ১৫৫/১৮ তারিখ ২৪১০২০১৮৷

আরপিএফ সমস্ত ডিভিশনে নিয়মিত এরূপ দালালদের বিরুদ্ধে অভিযান চালিয়ে থাকেন, যাতে যাত্রীরা প্রতারণা ও জালিয়াতির শিকার না হন৷ সেই সঙ্গে  সকল যাত্রী গ্রাহকদের কাছে অনুরোধ তারা যেন সর্বদা কেবলমাত্র আইারসিটিসি ওয়েব পোর্টাল অথবা আইআরসিটিসি অনুমোদিত এজেন্সিগুলি থেকে টিকিট কাটেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *