নয়াদিল্লি ও ভোপাল, ৫ নভেম্বর (হি.স.): আর বেশি দিন বাকি নেই| নভেম্বর মাসেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন| আগামী ২৮ নভেম্বর
মধ্যপ্রদেশের ২৩০+১ আসনে বিধানসভা নির্বাচন| এমতাবস্থায় মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশিত করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)| দ্বিতীয় প্রার্থী তালিকায় মোট ১৭ জনের নাম রয়েছে|
![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/03/bjp-logo-1-300x225.jpg)
দ্বিতীয় তালিকায় প্রকাশিত বিজেপি প্রার্থীদের নাম হল, ভিতারওয়ার কেন্দ্রের প্রার্থী শ্রী অনুপ মিশ্র, কোলারাস থেকে শ্রী বীরেন্দ্র রঘুবংশি, বিজাওয়ার থেকে শ্রী পুষ্পেন্দ্র পাঠক, জাবেরা থেকে শ্রী ধর্মেন্দ্র লোধি, অনুপ্পুর (এসটি) শ্রী রামলাল রৌতেল, জবলপুর উত্তর থেকে শ্রী শরদ জৈন, জবলপুর পশ্চিম থেকে শ্রী হরেন্দ্রজিত্ সিং বাব্বু, বিচ্চিয়া (এসটি) থেকে শ্রী শিবরাজ শাহ, নিবাস (এসটি) শ্রী আর কুলাস্তে, মুলতাই থেকে শ্রী রাজা পানওয়ার, বাসোদা থেকে শ্রী লীনা সঞ্জয় সঞ্জয় জৈন, কুরবাই (এসসি) থেকে শ্রী হরি সাপরে, বিয়াওরা থেকে শ্রী নারায়ণ পানওয়ার, সুজালপুর থেকে শ্রী ইন্দেরসিং পারমার, পেতলাওয়াদ (এসটি) শ্রীমতি নির্মলা ভুরিয়া, ঊজ্জয়িনী দক্ষিণ শ্রী মোহন যাদব এবং বাদনগর থেকে শ্রী জীতেন্দ্র পান্ডিয়া|