আগরতলার বটতলা থেকে প্রচুর নেশাদ্রব্য উদ্ধার

আগরতলা, ৪ নভেম্বর (হি.স.) : মুখ্যমন্ত্রীর নেশামুক্ত রাজ্যের স্বপ্ন বাস্তবায়নের লক্ষে আবারও সফলতা পেল পুলিশ। নেশা-বিরোধী অভিযানে নেমে পুলিশ রাজধানীর বটতলা বাজার এলাকা থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ নেশাদ্রব্য উদ্ধার করেছে।
জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে রবিবার দুপুরে রাজধানী আগরতলার বটতলা বাজারে নেশা-বিরোধী অভিযানে নেমে পুলিশ দোকানে দোকানে তল্লাশি চালায়। এই অভিযানে প্রচুর পরিমাণে দেশি ও নকল বিলেতি মদ উদ্ধার করেছে পুলিশের অভিযানকারী দল। তাছাড়া অভিযানে পুলিশ প্রচুর পরিমাণে অন্যান্য অবৈধ নেশাসামগ্রীও উদ্ধার করেছে।
পুলিশ জানিয়েছে, যতদিন না-সম্পূর্ণভাবে এই বাজারে নেশা বাণিজ্য বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত পুলিশের এই অভিযান জারি থাকবে। এদিকে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *