সরকারকে ধন্যবাদ জানিয়ে রাজধানীতে ১০,৩২৩ শিক্ষকের মিছিল

আগরতলা, ৪ নভেম্বর (হি.স) : অল ত্রিপুরা ১০,৩২৩ ভিক্টিমাইজড টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলায় রবিবার সকালে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এক অভিনন্দন মিছিল রের হয়। মিছিল উত্তরগেট হয়ে আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে আবার স্বামী বিবেকানন্দ ময়দানে এসে শেষ হয়। মিছিলে রাজ্যের ক্ষতিগ্রস্ত প্রায় সব শিক্ষক অংশগ্রহণ করেছিলেন বলে জানা গেছে।
এদিকে, অল ত্রিপুরা সরকারি ১০,৩২৩ অ্যাডহক পে শিক্ষক কর্মচারী সংগঠনের তরফে বিমল সাহা জানিয়েছেন, চিটফান্ডের সাথে যুক্তরা বিগত সরকারের সময় চাকরি নিয়ে এখন নতুন সংগঠন করেছেন। তিনি আরও বলেন, তাঁরা বাম সরকারের প্রশংসা করেন। তাঁরাই বিমল সাহার উপর হামলা সংগঠিত করেছিল। বিমল সাহার অভিমত, রবিবারের কর্মসূচির সাথে তাঁর এবং তাঁর সংগঠনের কোনও যোগসূত্র নেই। কারণ ওরা আসলে সিপিআইএম সমর্থক। কিন্তু এখন বর্তমান সরকারের কাছে যেতে চাইছে।
তিনি জানান, ১০,৩২৩ মামলার শিক্ষকদের অ্যাডহক ভিত্তিতে চাকরির মেয়াদ আরও দু-বছর বাড়াতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে খুবই খুশি শিক্ষক-শিক্ষিকারা। তাই তাঁরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব সরকার গঠন করার আগে এবং পরে যে কথা দিয়েছিলেন সেই কথা তিনি রেখেছেন। তাঁর সরকার সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন, যে সমস্ত ১০,৩২৩ শিক্ষক আছেন তাঁদের চাকরির মেয়াদ যেন আরও দু-বছর বৃদ্ধি করা হয়। রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট ১০,৩২৩ মামলার শিক্ষকদের অ্যাডহক ভিত্তিতে চাকরির মেয়াদ আরও দু-বছর সময় বাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *