শ্রীনগর, ৩০ অক্টোবর (হি.স.) : ধসের কারণে যান চলাচল বন্ধ করে দেওয়া হল শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে। মঙ্গলবার সকাল থেকে ওই সড়কে যান
চলাচল বন্ধ রাখা হয়েছে। তার জেরে চূড়ান্ত নাজেহাল হতে হয়েছে নিত্যযাত্রীদের। বছরভর এই সড়ক দিয়ে কাশ্মীর উপত্যকার সঙ্গে দেশের বাকি অংশের সংযোগ রাখা হয়।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2013/12/JK-300x230.jpg)
অন্যদিকে, ৩৪ কিলোমিটার বিস্তৃত শ্রীনগর-লে এবং ৮৬ কিলোমিটারের ঐতিহাসিক মোঘল রোড দিয়ে যান চলাচল করছে। যদিও পর্যাপ্ত নিয়ন্ত্রণের মাধ্যমে এই দুই সড়কগুলিতে যান চলাচল করছে বলে জানা গিয়েছে। হাল্কা যান ওই দুই সড়ক দিয়ে চলছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। বর্ডার রোডস অর্গাইনাইজেশন এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইণ্ডিয়ার তরফে ইতিমধ্যে সড়ক মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে। অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ধসের মাটি ও পাথর সরিয়ে দেওয়ার কাজ চলছে। যদিও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। বর্ডার রোডস অর্গাইনাইজেশন এবং ট্রাফিক পুলিশ থেকে ছাড়পত্র পাওয়ার পরই ওই সড়ক দিয়ে যান চলাচল করবে।
এদিকে, সোমবার রাতে ধসের কারণে শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে নিহত এক জেসিবি অপারেটর। জম্মু ও কাশ্মীরের রামবাম এলাকার ঘটেছে। নিহতের নাম জামশেদ আহমেদ। বয়স ২৩। বাড়ি ডোডায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
উল্লেখনীয়, দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের সঙ্গে জম্মু অঞ্চলের রাজৌরি ও পঞ্চকে যুক্ত করে। ওই সড়কের দুইদিক দিয়েই যান চলাচল করছে।