তিরুবনন্তপুরম, ২৮ অক্টোবর (হি.স.) : ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাক্তন অধিকর্তা মাধবন নায়ার আনুষ্ঠানিক ভাবে শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন।
প্রাক্তন ত্রিবাঙ্কুর দেবাসওয়াম বোর্ডের সভাপতি তথা কংগ্রেস নেতা জি রামান নায়ারও বিজেপিতে যোগ দিয়েছেন। কেরলের যেসব বিশিষ্ট ব্যক্তিত্ব বিজেপিতে যোগ দিয়েছেন তারা হলেন, মহিলা কমিশনের প্রাক্তন সদস্য ড.প্রমিলা দেবী, জনতা দল (সেকুলার)-এর নেতা কারাকুলাম দিবাকারান নায়ার এবং সি থমাস জন।
উল্লেখনীয় সামনেই কেরলে বিধানসভা নির্বাচন। তার আগে একসঙ্গে এতজন বিশিষ্ট ব্যক্তির বিজেপিতে যোগ দেওয়া বিশেষ রাজনৈতিক তাৎপর্য রয়েছে। শবরীমালা ইস্যুতে উত্তাল কেরলের রাজনীতি। সেখানে কার্যত রাজনৈতিক লড়াই বিজেপি বনাম বামেরা হয়ে দাঁড়িয়েছে।