নাগপুর, ২৭ অক্টোবর (হি.স.): আগামী ৩১ অক্টোবর মুম্বইয়ের শহরতলি ভাঈন্দরে অবস্থিত কেশব সৃষ্টিতে আয়োজিত হতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক
সঙ্ঘ (আরএসএস)-র অখিল ভারতীয় কার্যকারী মণ্ডলের বৈঠক| বৈঠকের সমাপ্তি হবে আগামী ২ নভেম্বর| দীপাবলির প্রাক্কালে আয়োজিত এই বৈঠক ‘দীপাবলি বৈঠক’ নামেই পরিচিত| আরএসএস-এর তরফে জানানো হয়েছে, আগামী ৩১ অক্টোবর আয়োজিত কার্যকারী মণ্ডলের বৈঠকে বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় বিষয়ে আলোচনা হবে| বৈঠকে উপস্থিত থাকবেন সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত, সরকার্যবাহ সুরেশ যোশী, সহ-সরকার্যবাহ সুরেশ সোনি, ড. কৃষ্ণ গোপাল, দত্তাত্রেয় হোসবলে, বি ভাগ্যয়া, ড. মনমোহন প্রমুখ| এছাড়াও গোটা দেশ থেকে আগত প্রায় ৩০০ জন বিশিষ্টজনেরা বৈঠকে অংশ নেবেন| আরএসএস সূত্রের খবর, কার্যকারী মণ্ডলের বৈঠকে শবরীমালা মন্দির ইস্যু, রামমন্দির, বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং নকশালবাদ নিয়েও আলোচনা হতে পারে|
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/12/RSS.jpg)
উল্লেখ্য, কিছু দিন আগে মহারাষ্ট্রের নাগপুরে আয়োজিত বিজয়াদশমী উত্সবে শবরীমালা, রামমন্দির এবং নকশালবাদ-সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রেখেছিলেন সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত| আর তাই মনে করা হচ্ছে, অখিল ভারতীয় কার্যকারী মণ্ডলের বৈঠকেও এই সমস্ত বিষয়ে বক্তব্য রাখতে পারেন সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত|