নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ লক্ষ্মীপুজার প্রাক মুহুর্তে আবারও শব্দবাজি বিরোধী অভিযানে নামল প্রশাসন৷ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এই অভিযান দীপাবলি পর্যন্ত জারি থাকবে৷ জানা গেছে, মঙ্গলবার সকালে রাজধানীর আগরতলার বিভিন্ন বাজারে গিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন শব্দবাজি বাজেয়াপ্ত করেছেন প্রশাসনের কর্মকর্তারা৷ সদর মহকুমা প্রশাসন এবং ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিশেষ অভিযানে মহারাজগঞ্জ বাজার থেকে দেড় লক্ষ টাকার শব্দবাজি উদ্ধার করা হয়েছে৷ এর মধ্যে রয়েছে চকোলেট, রকেট, চেইন ক্রেকার এবং বিভিন্ন ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন শব্দবাজি৷ জানা গেছে, এ ধরনের অভিযান আগামীকাল লক্ষ্মীপুজার দিনও জারি থাকবে৷ বিগত বেশ কিছুদিন ধরে মহারাজগঞ্জ বাজার, শহরের আরও বেশ কিছু বাজারে আইন ভঙ্গ করে শব্দবাজি মজুত রাখা হয়েছিল৷ আর সেই খবরের ভিত্তিতে পুলিশ শহরের বিভিন্ন জায়গায় বাজারে অভিযান চালিয়ে বেশ কিছু উচ্চ ক্ষমতাসম্পন্ন শব্দবাজি বাজেয়াপ্ত করেছে বলে জানা গেছে৷ এদিকে, বাজারে গোপনে অনেক শব্দবাজি বিক্রি হচ্ছে৷ এক্ষেত্রে পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপ কতটা কার্যকরী হবে তা নিয়ে প্রশ্ণ উঠেছে৷
2018-10-24