ঘাটকোপারে কংগ্রেস কর্মী খুনের কিনারা করল পুলিশ, মুম্বই পুলিশের জালে দু’জন অভিযুক্ত

মুম্বই, ২৩ অক্টোবর (হি.স.): মুম্বইয়ের শহরতলি ঘাটকোপার এলাকায় কংগ্রেস কর্মী মনোজ দুবে’কে নৃশংসভাবে খুন করার ঘটনায় দু’জন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ| খুনের ঘটনার ৭২ ঘন্টার মধ্যেই দু’জন অভিযুক্তকে গ্রেফতার করল মুম্বই পুলিশ| তবে, ধৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হবে কংগ্রেস, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসৱুকে এমনই পোস্ট করেছিলেন কংগ্রেস কর্মী মনোজ দুবে| অভিযোগ, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই ধরনের পোস্ট-এর জের, নৃশংসভাবে খুন করা হয় ৪৫ বছর বয়সি কংগ্রেস কর্মী মনোজ দুবে’কে|

গত রবিবার, গভীর রাত তখন ১.৩০ মিনিট হবে, আসালফা মেট্রো স্টেশনের সন্নিকটে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হন কংগ্রেস নেতা মনোজ দুবে| রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন| চাঞ্চল্যকর এই খুনের ঘটনার তদন্তে নেমে অবশেষে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করল মুম্বই পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *