হিমাচলের কিন্নরে মৃদু ভূকম্পন, কম্পাঙ্ক ৩.০

কিন্নর (হিমাচল প্রদেশ), ২২ অক্টোবর (হি.স.): ফের ভূমিকম্পের আতঙ্ক| এবার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের কিন্নর জেলা| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.০| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি| ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-র তরফে জানানো হয়েছে, সোমবার সকাল ৯.১১ মিনিট নাগাদ ৩.০ তীব্রতার মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে হিমাচল প্রদেশের কিন্নর জেলা| ভূমিকম্পের উত্সস্থল ছিল ৩১.৭ উত্তর অক্ষাংশ এবং ৭৮.৩ পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে|
হিমাচল প্রদেশ প্রশাসন সূত্রের খবর, রিখটার স্কেলে ভূমিকম্পে তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| তবে, সাত সকালে ভূকম্পনের জেরে কিন্নর জেলাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়| যদিও, হিমাচল প্রদেশের কিন্নর জেলা এমনিতেই ভূমিকম্প প্রবণ অঞ্চল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *