জামশেদপুর, ২১ অক্টোবর (হি.স.) : রবিবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে কপেলের এটিকে। প্রথম দু’ম্যাচে হারের পর গত ম্যাচে দিল্লি ডায়নামোসের বিরুদ্ধে প্রথম জয়ের মুখ দেখেছে কলকাতার এই ফ্র্যাঞ্চাইজি দলটি। সেই জয়ের ধারা চতুর্থ ম্যাচে বজায় রাখতে মরিয়া এটিকে ফুটবলাররা। তবে শিবির বদলে চলতি মরশুমে এটিকে’র হটসিটে স্টিভ কপেল। গত মরশুমে প্লে-অফ খেলতে না পারলেও স্টিভ কপেলের কোচিংয়ে পঞ্চম স্থানে শেষ করেছিল জামশেদপুর এফসি। সুতরাং তাঁর পুরনো দলের বিরুদ্ধে ম্যাচ একটা চ্যালেঞ্জও বটে।
বিপক্ষ টিমে অস্ট্রেলিয়ান বিশ্বকাপার কাহিলের উপস্থিতিতে কী কিছুটা অ্যাডভান্টেজ জামশেদপুর, নাকি পুরনো দলকে কপেল হাতের তালুর মত চেনায় কিছুটা সুবিধে পাবে এটিকে? এটিকের ব্রিটিশ কোচ কিন্তু জানাচ্ছেন, জামশেদপুর অতীত। তাঁর ফোকাসে এখন শুধুই এটিকে।
কাহিলকে আটকাতে জনসনের উপরেই থাকবে রক্ষণের গুরুদায়িত্ব। কোমল থাতালের অনবদ্য পারফরম্যান্স গত ম্যাচে যেমন নজর কেড়েছে, তেমনই বলবন্ত-আল মাইমৌনি গোল পাওয়ায় স্বস্তি ফিরেছে কপেলের শিবিরে। তাই চতুর্থ ম্যাচের নামার আগে অ্যাওয়ে ম্যাচে দিল্লির বিরুদ্ধে পারফরম্যান্সেরই পুনরাবৃত্তি চাইছেন জামশেদপুরের প্রাক্তন কোচ।
উল্টোদিকে দুই ম্যাচ থেকে আপাতত চার পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলে কিছুটা উপরে জামশেদপুর। মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের পর দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে অমীমাংসিত ভাবে খেলা শেষ করেছে সিজার ফার্নান্দোর ছেলেরা। উপরন্তু দলে কাহিলের মত বিশ্বকাপারের উপস্থিতিতে ঘরের মাঠ থেকে পুরো তিন পয়েন্ট তোলার কথাই ভাবছে জামশেদপুর এফসি।