জালালাবাদ, ২১ অক্টোবর (হি.স.) : ফের আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ। রবিবার নানগারহার রাজ্যের পূর্বদিকে অবস্থিত আচিন জেলায় এই বিস্ফোরণটি হয়। বিস্ফোরণে ছয় শিশুসহ এগারো জনের মৃত্যু হয়েছে।
আফগানিস্তানের নানগারহার রাজ্যের পূর্বদিকে অবস্থিত আচিন জেলায় ভয়াবহ বিস্ফোরণ। রবিবারের এই বিস্ফোরণে ছয় শিশুসহ এগারো জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, জঙ্গিরা ওই এলাকায় আগে থেকে মাইন পুতে রেখেছিল। তার থেকেই বিস্ফোরণটি হয়। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। কোনও জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। গোটা দেশজুড়ে এখন সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আফগানিস্তানের নির্বাচনে বহু হিংসার ঘটনা ঘটে চলেছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এদিন ১৯২টি ছোটি খাটো নাশকতার ঘটনা ঘটেছে। উল্লেখনীয় তালিবানদের তরফ থেকে হুমকি দেওয়া হয়েছিল যে নির্বাচন বাঁনচাল করতে তারা সমস্ত রকমের চেষ্টা করবে।