হায়দরাবাদ, ২১ অক্টোবর (হি.স.) : শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান তেলেগু অভিনেতা ভাইজাক প্রসাদ। রবিবার সকালে হায়দরাবাদের নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫।
পরিবারের তরফ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
একাধিক তেলেগু ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল নুভভু নেনু, জয় চিরঞ্জীবি, ভাদ্রা, লাভারস ক্লাব, ওক্কা সানম। ২০১৭ সালে ইডহি মা প্রেম কথায় তাকে শেষবারের মতো দেখা যায়। নুভু নেনু ছবিতে উদয় কিরণের পিতার চরিত্রে অভিনয় করার জন্য প্রশংসাও অর্জন করেন তিনি। তিন দশকের সুদীর্ঘ অভিনয় জীবনে ১৭৫টি ছবিতে অভিনয় করেছেন। তাঁর আসল নাম কোরলাম পার্বতী ভাড়াপ্রসাদ রাও। রজনীকান্তের শিবাজী ছবিতে একটি চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গিয়ে ছিল তাকে। ১৯৮৫ সালে বাবাই আব্বাই ছবিতে আত্মপ্রকাশ হয় তার। ছোট পর্দাতেও জনপ্রিয় ছিলেন তিনি।