নয়াদিল্লি ও কলকাতা, ১২ অক্টোবর (হি.স.): মাঝে শুধুমাত্র একদিনের স্বস্তি| তাও আবার ডিজেল নয়, শুধুমাত্র পেট্রোল আমজনতাকে এক দিনের
জন্য স্বস্তি দিয়েছিল| এক দিনের স্বস্তির পর আবারও অস্বস্তি| লাগাতার বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের মূল্য| ১০ অক্টোবর, বুধবার পেট্রোলের দাম বাড়েনি| দাম বেড়েছিল শুধুমাত্র ডিজেলের| এক দিনের স্বস্তির পর বৃহস্পতিবার ফের দামি হয়েছিল পেট্রোল-ডিজেল| বৃহস্পতিবারের পর শুক্রবার আরও দামি হল জ্বালানি| পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়, শুক্রবার ১২ পয়সা বেড়েছে পেট্রোলের দাম| ঊর্ধ্বমুখী ডিজেলের দামও| ১২ পয়সা বেড়ে শুক্রবার কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম এখন ৮৪.৩১ টাকা এবং ২৮ পয়সা বেড়ে ডিজেলের দাম বেড়ে হল ৭৬.৭৫ টাকা|
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/10/Petrol-Pump-300x169.jpg)
পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে| জ্বালানির দাম নিত্য দিনই ঊর্ধ্বমুখী| শুধু কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য মেট্রো শহরেও| রাজধানী দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৮২.৪৮ টাকা প্রতি লিটার এবং ৭৪.৯০ টাকা প্রতি লিটার| পাশাপাশি বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৮৭.৯৪ টাকা প্রতি লিটার এবং ৭৮.৫১ টাকা প্রতি লিটার| উত্সবের মুখে পেট্রোল-ডিজেলের দাম দিন দিন বাড়তে থাকায় মাথায় হাত মধ্যবিত্তের|