![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/10/Sumitra-Mahajan.jpg)
এর পর সম্মেলনের কার্যক্রমণিকা শুরু হয়। মূল বক্তা সুমিত্রা মহাজন বলেন, উত্তরপূ্র্ব সরকারের কাছে সবসময়ই গুরুত্বপূৰ্ণ অঞ্চল, সংসদেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পূর্বোত্তরকে। উত্তর-পূর্বাঞ্চলকে ‘হাউস অব গড’ হিসেবে তাঁরা মানেন বলে প্রদত্ত ভাষণে বলেন লোকসভার অধ্যক্ষ মহাজন।
আজকের সম্মেলনে লোকসভার ‘এন ই উইং’ (নর্থ-ইস্ট উইং) শীর্ষক এক পর্বের উদ্বোধন করেছেন অধ্যক্ষ সুমিত্রা মহাজন। তাই আজকের দিনটি উত্তর-পূর্বাঞ্চলের জন্য যথেষ্ট গুরুত্বপূৰ্ণ বলেও মন্তব্য করেছেন তিনি। সদ্যপ্ৰয়াত শিল্পী কিশোর গিরিকেও স্মরণ করেছেন লোকসভার অধ্যক্ষ। সুমিত্ৰা মহাজন বলেন, কিশোর গিরি যেমন বলেছিলেন, ‘উই নিড গান, নট গান’ (আমাদের সংগীত প্রয়োজন, বন্দুক নয়), তেমনই আমাদের সকলকে এই আদৰ্শ শিরোধার্য করেই এগিয়ে যেতে হবে। বলেন, প্ৰত্যেক নাগরিকের কিছু মৌলিক অধিকার থাকে। তবে এটাও মনে রাখতে হবে, অধিকারের পাশাপাশি আমাদের সকলের মৌলিক কৰ্তব্যও থাকে। এই বিষয়টি ভুললে চলবে না। অধিকার এবং কৰ্তব্যকে সমান্তরালভাবে প্ৰাধান্য দিতে হবে সবাইকে।