নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.) : ছুটির দিনেও উর্দ্ধ মুখী পেট্রোল ও ডিজেলের দাম। কিছুদিন আগেই জ্বালানি তেলের দাম ২টাকা ৫০পয়সা কমিয়ে
দেশবাসীকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/10/Petrol-Pump-300x169.jpg)
রবিবার দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১৪ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৮১টাকা ৮২পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ২৯ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৭৩টাকা ৫৩পয়সা। মুম্বইতে পেট্রোলের দাম ১৪ পয়সা বেড়ে লিটার প্রতি দাঁড়িয়েছে ৮৭টাকা ২৯ পয়সা। ডিজেলের দাম ৩১ পয়সা বেড়ে লিটার প্রতি দাঁড়িয়েছে ৭৭টাকা ০৬পয়সা। দক্ষিণ ভারতের চেন্নাইতে পেট্রোলের দাম ১৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৮৫টাকা ০৪পয়সা।
উল্লেখনীয়, আসন্ন বিধানসভা এবং লোকসভা নির্বাচনের আগে পেট্রোল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধিকে ইস্যু করে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি।