আজমের, ৬ অক্টোবর (হি.স.) : সামনেই রাজস্থানে বিধানসভা নির্বাচন। তার আগে শনিবার রাজস্থানের আজমেরর জনসভা থেকে কংগ্রেসের নিন্দায় মুখর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটব্যাঙ্কের জন্য রাজনীতি করছে কংগ্রেস বলে জানিয়েছেন তিনি।
এদিন রাজস্থানে বিজেপির গৌরব যাত্রা সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষ্যে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, তোষণ করে কংগ্রেস বিভাজনের রাজনীতি করছে। এর ফলে কংগ্রেস জমানায় প্রশাসনিক কাজে নেতিবাচক প্রভাব ফেলত। রাজস্থানের মানুষ তোষণের রাজনীতির জমানাতে ফিরে যেতে চায় না। কংগ্রেস জমানায় দালালরা প্রশাসনের কাজে নীতি নির্ধারণ করত।
এদিন নাম না করে কংগ্রেস নেতা অশোক গেহলটের বিরুদ্ধে সরব হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, রাজস্থানের কংগ্রেস নেতারা কখনও সাধারণ মানুষের জন্য পরিশ্রম করেননি। একটি পরিবারকে খুশি করার জন্য কংগ্রেস এই ভাবেই দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। মিথ্যা এবং তোষণের রাজনীতির আশ্রয় নিয়েছে কংগ্রেস। জনগণকে উৎসাহিত করে তিনি বলেন, আমি যদি ভোটার হতাম তবে আমার প্রথম কাজ হত বিজেপিকে ভোট দিয়ে জয় যুক্ত করা। দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে কংগ্রেস। উন্নয়ন নিয়ে আমি কংগ্রেসের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চাই। সরকারি পরিষেবা প্রদানের ক্ষেত্রে কংগ্রেস কোনওদিন মনযোগী হয়নি।