নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্ঢেম্বর৷৷ পাঁচ দিন ধরে নিখোঁজ নাবালকের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। এক্ষেত্রে পুলিশও কোনও ধরনের ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তুলেছে নিখোঁজ নাবালকের পরিবার পরিজন। ঘটনার বিবরণে জানা গেছে, বাবা-মায়ের সামান্য শাসনে অভিমানে বাড়ি ছেড়ে চলে যায় ১৭ বছর ৮ মাসের নাবালক আনোয়ার হোসেন। তার বাড়ি বিশালগড় থানার অন্তর্গত নারাউরা এলাকায়। পড়াশোনা ঠিক মতো করতো না বলেই সেদিন আনোয়ারের মা ও বাবা তাকে শাসন করেন। পড়াশোনায় তার মন ছিল না বলে বাধ্য হয়ে আনোয়ারের বাবা তাকে একটি দোকানে দিয়েছিলেন কাজ করতে। কিন্তু সেখানেও আনোয়ার ঠিকভাবে যাতায়াত করত না। দোকানের মালিক জানান, প্রথম প্রথম সে কয়েকদিন দোকানে গিয়েছিল। কিন্তু ধীরে ধীরে দোকানের নাম করে অন্য কোথাও চলে যেত সে। বিষয়টি দোকানের মালিকের চোখে পড়েছিল। বেশ কিছুদিন এভাবে চলার পর শেষপর্যন্ত বাধ্য হয়ে গত মঙ্গলবার দোকানের মালিক আনোয়ারের বাবা জয়নাল আবেদিনকে গোটা ঘটনা জানান। তা শোনে এদিন রাতেই আনোয়ারের বাবা তাদের ছেলেকে গালমন্দ করেন। তর্কে জড়িয়ে পড়লে এক সময় তিনি ছেলের গায়ে হাতও তুলেন। এতে রাগে অভিমানে আনোয়ার বুধবার সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এর পর আজ পাঁচ দিন হল এখন পর্যন্ত আনোয়ার বাড়িতে আসেনি বলে তার বাবা জানান।
এদিকে ছেলের নিখোঁজ সংক্রান্ত এক এফআইআর করেন তার বাবা জয়নাল আবেদিন। কিন্তু পুলিশের তরফ থেকে কোনও ইতিবাচক উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন আনোয়ারের বাবা। সব মিলিয়ে আনোয়ারের পরিবার পরিজন ব্যাপক উদ্বেগে দিন কাটাচ্ছেন।