BRAKING NEWS

মোদীজী এখনও চুপ করে আছেন, কটাক্ষ রাহুলের

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর আক্রমণ অব্যাহত| এবার রাহুল গান্ধীর সংযোজন, ‘আমরা (মহাজোট) সবাই একত্রিত হয়ে বিজেপিকে হটানোর কাজ করব|’ ‘ভারত বনধ’ প্রতিবাদ-বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘নরেন্দ্র মোদীজী এখনও চুপ করে আছেন| জ্বালানির মূল্যবৃদ্ধি অথবা কৃষকদের বর্তমান অবস্থা নিয়ে তিনি একটি কথাও বলছেন না|’ এরপরই রাহুল বলেন, ‘আমরা সবাই একসঙ্গে, একত্রিত হয়ে বিজেপিকে হটানোর কাজ করব|’
‘ভারত বনধ’-এর সমর্থনে দিল্লিতে সকাল সকাল মিছিল করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| প্রতিবাদে সামিল হন সোনিয়া গান্ধী ও মনমোহন সিং-সহ কংগ্রেস নেতৃত্ব| সোমবার সকালে রাজঘাট থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিল করে কংগ্রেস| মনমোহন সিং, সোনিয়া গান্ধী ও গুলাম নবি আজাদ ছাড়াও কংগ্রেসের নেতৃত্বে সর্বদলীয় ধর্নায় অংশ নেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার, জেডিইউ-এর শরদ যাদব, সুখেন্দু শেখর রায়, তারিক আনোয়ার ও জয়ন্ত চৌধুরীরা| সমাবেশ থেকে মনমোহন বলেছেন, ‘মোদী সরকার সাধারণ মানুষের স্বার্থে কোনও সিদ্ধান্ত নেয়নি| এই সরকারের পরিবর্তন আসন্ন|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *