শ্রীনগর, ৭ সেপ্টেম্বর (হি.স.): আচমকাই জম্মু ও কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) পদ থেকে সরিয়ে দেওয়া হল শেষ পল বৈদকে| বৃহস্পতিবার রাতে ডিজিপি পদ থেকে তাঁকে সরিয়ে পরিবহণ কমিশনারের পদে বসানো হয়েছে| পরবর্তী নিয়োগ না হওয়া পর্যন্ত সংশোধনাগারের ডিরেক্টর জেনারেল দিলবাদ সিংকে কাশ্মীর উপত্যকার পুলিশ প্রধানের দায়িত্ব সামলাতে বলা হয়েছে| আচমকা এই রদবদল প্রসঙ্গে বিশেষ কিছু না বললেও, সদ্য প্রাক্তন ডিজিপি এস পি বৈদ জানিয়েছেন, ‘অনেক ভালো অনুভূতির সঙ্গে আমি যাচ্ছি|’২০১৬ সালের ডিসেম্বর মাসে জম্মু ও কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) পদে বসেন আইপিএস অফিসার এস পি বৈদ| আগামী বছরের অক্টোবর মাসে তাঁর অবসর নেওয়ার কথা| শুধুমাত্র ডিজিপি নন, তাঁর সঙ্গে রদবদল হয়েছে আরও কয়েকজন পুলিশের উচ্চপদস্থ অফিসারের|

