পৃথক রাজ্য : আগামী মঙ্গলবার ২৪ ঘণ্টার ডিমা হাসাও এবং কারবি আংলং বনধ

হাফলং (অসম), ২ সেপ্টেম্বর, (হি.স.) : পৃথক রাজ্যের দাবিতে আগামী ৪ সেপ্টেম্বর ২৪ ঘণ্টার ডিমা হাসাও এবং কারবি আংলং এবং পশ্চিম কারবি আংলং জেলা বনধের ডাক দিয়েছে অটোনমাস স্টেট ডিমান্ড কমিটি (এএসডিসি)। মঙ্গলবার সকাল পাঁচটা থেকে বনধ শুরু হবে। চলবে বুধবার সকাল পাঁচটা পর্যন্ত। এএসডিসি আহূত অসমের তিন পাহাড়ি জেলা বনধকে সমর্থন করেছে কারবি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন (কেএসএ), নিমসো চিংথেও আসং নামের দুটি সংগঠন।
উল্লেখ্য, দীর্ঘ কয়েক বছর থেকে অটোনমাস স্টেট ডিমান্ড কমিটি (এএসডিসি) ডিমা হাসাও ও কারবি আংলং জেলাকে নিয়ে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন করে আসছে। এমন-কি পৃথক রাজ্যের দাবিতে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে বার-বার দাবিও জানিয়ে আসছে তারা। কিন্তু কেন্দ্র ও রাজ্য সরকার অসমের এই তিনটি পাহাড়ি জেলার পৃথক রাজ্যের দাবি নিয়ে তেমন কোনও গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ। তাই সংবিধানের ষষ্ঠ তফশিলির অধীনে ২৪৪ (ক) অনুচ্ছেদ অনুসারে পৃথক রাজ্যের দাবিতে আগামী ৪ সেপ্টেম্বর ২৪ ঘণ্টার ডিমা হাসাও, কারবি আংলং এবং পশ্চিম কারিব আংলং জেলা বনধের ডাক দিয়েছে অটোনমাস স্টেট ডিমান্ড কমিটি। বনধের প্রভাব পাহাড় লাইনে ট্রেন চলাচলে ব্যাঘাত পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / নিরুপম / এসকেডি/ কাকলি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *