নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ রাবার বাগান থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷ ঘটনাটি ঘটেছে শ্রীনগর থানাধীন আনন্দনগরের ৯ নম্বর পাড়ায়৷ নিহত ব্যক্তিকে আনন্দনগর এলাকার বাসিন্দা স্বপন শীল (৪০) বলে মৃতদেহ উদ্ধারের বহু পরে তার পরিচয় পাওয়া গেছে৷ জানা গেছে, রবিবার সকালে আনন্দনগর এলাকায় একটি রাবার বাগান থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ রবিবার সকালে কতিপয় ব্যক্তি রাবারবাগানে কাজ করতে গেলে তারা মৃতদেহটি দেখতে পান৷ মূহূর্তের মধ্যে খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে এলাকাবাসী জড়ো হন৷ রাবার বাগানে মৃতদেহের খবর পুুলিশকে জানানো হয়৷ অভিযোগ খবর পেয়েও দীর্ঘ সময় পরে ঘটনাস্থলে পৌছে পুলিশ৷ পুলিশের এই ভূমিকায় খুবই ক্ষুদ্ধ এলাকাবাসীরা৷ তাদের অভিযোগ, খবর দেওয়া সত্বেও দ্রুত ঘটনাস্থলে আসেনি পুলিশ৷ দীর্ঘক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌছে৷ পুলিশ পরে রাবারবাগান থেকে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য৷ পুলিশ নিহত ব্যক্তির পরিচয় তখন তাৎক্ষণিকভাবে জানা যায়নি৷ তার মৃত্যুর কারণ জানতে পারেনি পুলিশ৷ ময়না তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে বলে পুলিশ জানিয়েছে৷ প্রথমত উদ্ধারকৃত মৃতদেহ শনাক্ত করা না গেলেও বিকালে তা শনাক্ত করা গেছে৷ পুলিশ জানিয়েছে, আনন্দনগর এলাকায় জঙ্গল থেকে যে ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে তা জনৈক স্বপন শীল (৪০) এর ৷ আমতলির এসডিপিও অজয়কুমার দাস জানিয়েছেন, স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে খবর দেন৷ নিহত স্বপনের বাড়ি আনন্দনগর এলাকায়ই৷ তার পিঠের উপরের দিকে গভীর ক্ষত রয়েছে৷ এ বিষয়ে তদন্ত চলছে৷ এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷
2018-08-27