BRAKING NEWS

কেরলের বন্যা পরিস্থিতি : কোচি বিমাবন্দরের রানওয়ে এখনও জলের তলায়

তিরুবনন্তপুরম, ১৭ আগস্ট (হি.স.): কেরলের বন্যা পরিস্থিতি রীতিমতো ভয়ঙ্কর। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। কেরলে বন্যায় এখনও পর্যন্ত ৯৪ জনের মৃত্যু হয়েছে। ১১ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। আহতের সংখ্যা ৪১। গৃহহীন অসংখ্য মানুষ। লাগাতার বর্ষণের জেরে নদীর জলস্তরও বাড়তে শুরু করেছে। তাছাড়া বিপর্যস্ত উড়ান পরিষেবাও।
বন্যার ফলে শুক্রবারও কোচি বিমাবন্দরের রানওয়ে জলের তলায়। প্রশাসন সূত্রের খবর, শনিবার পর্যন্ত বন্ধ থাকছে কোচি বিমানবন্দর| কোচি বিমাবন্দরের রানওয়ে পুরোপুরি জলের তলায়| তাই ওঠানামা করতে পারছে না কোনও বিমান| বেশ কিছু বিমানকে কোঝিকোড় ও তিরুবনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করানো হচ্ছে| সূত্রের খবর, কেরলে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *