হাইলাকান্দি (অসম), ১৬ আগস্ট, (হি.স.) : জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নবায়নে এক পরিবারের আবেদনপত্রে অন্য পরিবারের সদস্যদের নাম অন্তর্ভুক্ত হওয়ার ঘটনায় হাইলাকান্দিতে চাঞ্চল্য দেখা দিয়েছে। এনআরসি-র চুড়ান্ত খসড়া প্রকাশের পর এ রকম এক ঘটনা ফাঁস হয়েছে।
দেখে গেছে, হাইলাকান্দি জেলার সুদর্শনপুর প্রথম খণ্ডের জনৈক সেলিমউদ্দিন লস্কর জাতীয় নাগরিকপঞ্জির আবেদনপত্রে তাঁর বাবা নিমার আলি লস্করের লিগ্যাসি ব্যবহার করে আবেদন করেছিলেন। আবেদন করার পর যথারীতি এনআরসি কর্তৃপক্ষ অন্যান্য আবেদনকারীর মতো তাঁর আবেদনপত্রের রসিদ নম্বর (এআরএন) বসিয়েছিলেন। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু এনআরসি-র চুড়ান্ত খসড়া প্রকাশের পর দেখা যায় সেলিমউদ্দিন লস্করের এআরএন–এ অন্য এক পরিবারের সদস্যদের নাম নথিভুক্ত হয়ে গেছে।
এ ঘটনায় একেবারে নাজেহাল হয়ে পড়েছেন হাইলাকান্দি জেলার সুদর্শনপুর প্রথম খণ্ডের সেলিমউদ্দিন লস্কর। সেলিমউদ্দিন বুঝে উঠতে পারছেন না, কেন তাঁর বেলায় এ ধরনের ঘটনা ঘটল। তিনি তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেন তাঁর এনআরসি সেবাকেন্দ্রে। মাটিজুরি রেঞ্জ ফরেস্ট অফিস সেবাকেন্দ্রের এলআরসিআর নুরুল হকের সঙ্গে যোগাযোগ করলে তাঁদের কার্যালয়ের কোনও ক্রুটির কথা তিনি অস্বীকার করেন, জানিয়েছেন সেলিমউদ্দিন লস্কর। এ ব্যাপারে সেলিমউদ্দিন জানান, তাঁদের পরিবারে মোট ছয়জন সদস্য রয়েছেন। তিনি তাঁর স্ত্রী আয়েশা বেগম লস্কর-সহ দুই ছেলে এবং দুই মেয়ের বিবরণ দিয়ে এনআরসি-তে আবেদন করেছিলেন। কিন্তু এনআরসি-র চূড়ান্ত খসড়া প্রকাশের পর দেখা যায় সেলিমউদ্দিনের এআরএন-এ অন্য এক হিন্দু পরিবারের চার সদস্যের নাম ঢুকে পড়েছে। ইসলাম ধর্মাবলম্বী সেলিমউদ্দিন লস্করের এআরএন-এ যে সব হিন্দু পরিবারের নাম এসেছে তাঁরা অনু কল, রঞ্জিত কল, মৌসুমি কল এবং পাপ্পু কল।
এই অসংগতির কারণ জানতে হাইলাকান্দির মাটিজুরি এনআরসি সেবাকেন্দ্রের এলআরসিআর নুরুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ডাটা এন্ট্রি করার সময় এই অসংগতি হয়েছে। তবে ইতিমধ্যেই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবগত করেছেন বলে জানান।
এদিকে এ ঘটনায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন কৃষক মুক্ত সংগ্রাম সমতির কেন্দ্রীয় সম্পাদক জহিরউদ্দিন লস্কর। যে সব এনআরসি কর্মীদের গাফিলতির জন্য এ ধরনের ঘ্টনা ঘটছে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।