নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): না ফেরার দেশে চলে গেলেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়| ১৯৬৮ সালে
সিপিএম-এ যোগদানের মধ্যে দিয়ে শুরু রাজনৈতিক জীবন| টানা দশবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি| দীর্ঘদিন দক্ষতার সঙ্গে লোকসভার স্পিকারের পদ সামলেছেন| তাঁর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে| সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত রাহুলের শোকবার্তা, ‘দশবারের সাংসদ এবং লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ| সোমনাথ চট্টোপাধ্যায় নিজেই ছিলেন একটি প্রতিষ্ঠানের মতো| তাঁর পরিবারের জন্য গভীর সমবেদনা|’
শোকজ্ঞাপন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও| শোকবার্তায় আপ সুপ্রিমো জানিয়েছেন, ‘দেশের শ্রেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালাম আমরা|’ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়| গত জুন মাস থেকেই তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হতে থাকে| গত ২৫ জুন স্ট্রোক নিয়ে ভর্তি হওয়ার পর এক মাসেরও বেশি সময় ধরে দক্ষিণ কলকাতার মিন্টো পার্কেব বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন তিনি| কখনও ফুসফুস, কখনও আবার হৃদয়ন্ত্রের সমস্যা দেখা দিয়েছিল| গত বৃহস্পতিবার থেকে তিনি মিন্টো পার্ক লাগোয়া ওই বেসরকারি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিত্সাধীন ছিলেন| রবিবার সকালে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়| এরপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে| এরপর সোমবার সকাল সওয়া আটটা নাগাদ জীবনাবসান হয় লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর|

