নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগষ্ট৷৷ সাধারণ মানুষকে সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানালেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ
রেবতীমোহন দাস৷ তিনি দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন৷
ডাঃ আরএন সরকার মেমোরিয়াল ট্রাস্ট এবং ত্রিপুরা শিশুকল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা দেওয়া হয়৷
শনিবার রাজধানীর শিশুগৃহে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রেবতীমোদন দাস, প্রয়াত সমাজসেবী ডাঃ আরএন সরকারের স্ত্রী অঞ্জলী সরকার-সহ শিশুকল্যাণ পর্ষদের পরিচালক মণ্ডলির সদস্যরা৷
এদিন রাজ্যের বিভিন্ন এলাকার গরিব ও মেধাবী পাঁচ ছাত্রছাত্রীকে নগদ পাঁচ হাজার টাকা এবং শংসাপত্র তুলে দেন উপস্থিত অতিথিরা৷ সংবর্ধনা প্রাপকরা যথাক্রমে আগরতলার আশিস মজুমদার, বিশালগড় এলাকার আরফিন সুলতানা, আগরলার শ্রীদাম দেবনাথ, কদমতলায় রমা ভূমিজ, তুলাকোণার অনুপমা দাস৷ এদিনের অনুষ্ঠানের বক্তব্য পেশ করতে গিয়ে অধ্যক্ষ রেবতীমোদন দাস বলেন, এই অনুষ্ঠানে এসে তিনি মুগ্দ৷
অনেক বড় বড় অনুষ্ঠানে গেলেও এমন ভালো উদ্যোগ কোথাও দেখা যায় না৷
তারা যে ভাবে জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের জন্য কাজ করছে তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য৷ সাধারণ মানুষের তিনি এমন সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান৷
2018-08-12

