বাদল অধিবেশনের শেষ দিনেও বিবাদ

বাদল অধিবেশনের শেষ দিনে শুক্রবারও জারি ছিল এই বিবাদ৷ এদিন সংসদে তিন তালাক বিরোধী বিলের সংশোধনী পেশ করে সরকার৷ এই সংশোধনী অনুসারে বিচার শুরুর আগে অভিযুক্তের গ্রেফতারি বাধ্যতামূলক নয়৷ কংগ্রেসের দাবি, অধিবেশনের শেষ দিনে এভাবে বিল পাশ করানো অনুচিত৷ রাজনৈতিক বিশেষজ্ঞদেজর একাংশের মতে যদিও হারের পর মুখ বাঁচাতে এদিন বেঙ্কাইয়ার ডাকা পার্টি বয়কট করে কংগ্রেস৷ চলতি অধিবেশনের শুরু থেকেই সংসদে একের পর এক ধাক্কা খেয়েছে কংগ্রেস৷ অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে মুখ পুড়েছে বিরোধীদের৷ হাসতে হাসতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেছেন নরেন্দ্র মোদি৷ অধিবেশনের মাঝে একাধিক দল কংগ্রেসের হাত ছেড়ে যোগ দিয়েছে শাসক শিবিরে৷ এর মধ্যে অন্যতম তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি৷ ফলে ২০১৯ এর নির্বাচনের আগে বিরোধী জোট নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ অধিবেশনের শেষে রাজ্যসভার সহ সভাপতি নির্বাচনেও ধাক্কা খেয়েছে কংগ্রেস৷ নির্বাচনে লণে হার হয়েছে তাদের৷ ওদিকে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও জয় ছিনিয়ে নিয়েছে শাসক শিবির৷ —
আসন্ন লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বিজেপি সরকারকে বিপাকে ফেলতে গিয়ে বার বার পর্যুদস্ত হচ্ছে বিরোধীরা৷ নোটবন্দী থেকে জিএসটি সবকিছুতেই কেন্দ্রীয় বিজেপি সরকারকে নাজেহাল করতে গিয়ে হাত পোড়াচ্ছে বিরোধীরা৷
সংসদের প্রধান বিরোধী দল কংগ্রেস সহ অবিজেপি দলগুলো জোটবদ্ধ হয়েও আসন্ন লোকসভা নির্বাচনে এনডিএ জোটে বিরুদ্ধে লড়াইয়ের ভাবনায় রাজধানীতে বার বার বসেছে৷ এই জোটের দোসর তেলেগু দেশম পার্টি থেকে সম্প্রতি লোকসভায় অনাস্থা প্রস্তাব এনেও মুখ পুড়েছে বিরোধীদের৷ বৃহস্পতিবার ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে পর্যুদস্ত হয়েচে বিরোধীরা৷ রাজ্যসভায় সংখ্যা গরিষ্ঠতা না থেকেও এনডিএ জোটপ্রার্থীকে জিতিয়ে বিরোধীদের আডও একবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিল বিজেপি৷ এবার বিরোধীদের ওই জোটে ফাটল ধরালো আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এতদিন যিনি কি না বিজেপি মিছিলে সামনের সারিতে ছিলেন, তিনিই এবার সোজা ইউ টার্ন নিলেন৷ নেতৃত্ব দেওয়া তো দূর, ফেডারল ফ্রন্টে সামিলই হেবেন না কেজরি৷ এমনটাই ঘোষণা করলেন খোদ অরবিন্দ কেজরিওয়াল৷
শুক্রবার সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে উপরাষ্ট্রপতি আয়োজিত ব্রেকফাস্ট পার্টি বয়কট করল কংগ্রেস৷ এই পার্টি আয়োজন করেছিলেন বেঙ্কাইয়া নাইডু৷ বৃহস্পতিবার রাজ্যসভার সহ সভাপতি নির্বাচনের পর উচ্চকক্ষের সাংসদদের সেই আয়োজনে আমন্ত্রণ জানান তিনি৷ কিন্তু শুক্রবার সকালে বেঙ্কাইয়া ব্রেকফাস্ট পার্টিতে দেখা যায়নি কংগ্রেসের কোনও সাংসদকে৷ দলের পক্ষে জানানো হয়েছে, বেঙ্কাইয়া পক্ষপাতুষ্ট আচরণের জন্যই তাঁর আমন্ত্রণে সাড়া দেয়নি কংগ্রেস৷
নবনির্বাচিত সভা সভাপতি হরিবংশ নারায়ণ সিংয়ের সম্মানে এদিন সকাল ৯৩০ মিনিটে ব্রেকফাস্ট পার্টির আয়োজন করেছিলেন সদনের সভাপতি তথা উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু৷ কংগ্রেসের অভিযোগ, রাজ্যসভায় রাফালে চুক্তিতে দুর্নীতি নিয়ে কংগ্রেস সাংসদদের বলার সুযোগ দিচ্ছেন না বেঙ্কাইয়া৷ ফলে বিপুল অংকের এই দুর্নীতি মানুষের সামনে আসছে না৷ তাছাড়া সরকার গুরুত্বপূর্ণ নানা বিল বিরোধীদের সঙ্গে আলোচনা না করেই সংসদে পেস করছে বলেও অভিযোগ কংগ্রেসের৷ লোকসভা ও রাজ্যসভায় সরকার বিরোধীদের গুরুত্ব দিচ্ছে না বলে দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছে কংগ্রেস৷ সম্প্রতি মণিপুরে ন্যাশনাল স্পোর্টস অ্যাকাডেমির গঠন সংক্রান্ত একটি বিল বিরোধীদের আপত্তি সত্বেও রাজ্যসভায় পেশ করে সরকার৷ হোমিওপ্যাথি সেন্ট্রাল কাউন্সিলের ফেরবদল সংক্রান্ত বিল নিয়েও আপত্তি রয়েছে কংগ্রেসের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *