শ্রীনগর, ৫ আগস্ট (হি.স.): বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধের জেরে রবিবার সাময়িকের জন্য স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা। অমরনাথ যাত্রা স্থগিত থাকবে সোমবারও। অনুচ্ছেদ ৩৫ এ-এর সমর্থনে গোটা কাশ্মীর উপত্যকায় বনধের ডাক দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রবিবার এবং সোমবার সাময়িকের জন্য স্থগিত রাখা হচ্ছে অমরনাথ যাত্রা। প্রশাসন সূত্রের খবর, রবিবার জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে কাশ্মীর উপত্যকার উদ্দেশে রওনা হওয়ার জন্য অনুমতি দেওয়া হয়নি অমরনাথ তীর্থযাত্রীদের। তবে, যে সমস্ত তীর্থযাত্রীরা বালতাল এবং পহেলগাঁও বেসক্যাম্পে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন তাঁদের অমরনাথ যাত্রার অনুমতি দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই ৩৯ দিন অতিক্রান্ত, এযাবৎ ২.৭১ লক্ষেরও বেশি তীর্থযাত্রী অমরনাথ দর্শন করেছেন| জুন মাসের ২৮ তারিখ থেকে শুরু হয়েছে বার্ষিক অমরনাথ যাত্রা, শ্রাবণ পূর্ণিমার পুন্যলগ্নে আগামী ২৬ আগস্ট সমাপ্ত হবে ৬০ দিন ব্যাপী বার্ষিক অমরনাথ যাত্রা|