ভদোদরা, ১২ জুলাই (হি.স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় প্রান্ত প্রচারকদের সভায় যোগ দিতে গুজরাটের সোমনাথে গেলেন সরসংঘচালক মোহন ভাগবত। অাগামী ১৫ থেকে ১৭ জুলাই সোমনাথ শহরে অনুষ্ঠিত হতে চলেছে অারএসএস-র অখিল ভারতীয় প্রান্ত প্রচারকদের সভা। বৃহস্পতিবার সংঘের মুখপাত্র বিজয় থাকর।
তিনি বলেন, এদিন গুজরাটের সোমনাথ শহরে পৌঁছে সরসংঘচালক মোহন ভাগবত সোমনাথ মন্দির দর্শন করেন।
এদিন সরসংঘচালককে মন্দিরে স্বাগত জানান গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সোমনাথ মন্দির ট্রাস্টের চেয়ারম্যান কেশুভাই প্যাটেল। মন্দিরের প্রার্থনায় যোগ দিয়ে তিনি দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল-র মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এদিন সোমনাথ শহরে পৌঁছাবেন অারএসএস-র সর কার্যবাহ ভাইয়াজী যোশী। সংগঠনের বৈঠক সম্পর্কে সংঘের মুখপাত্র বিজয় থাকর বলেন, তিন দিনের এই সভায় যোগ দিতে ইতিমধ্যে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব, ক্ষেত্রীয় প্রচারক, প্রান্ত প্রচারকরা পৌঁছে গেছেন। বৈঠকে মূলত অাগামীদিনে সংগঠনকে কীভাবে অারও শক্তিশালী করা যাবে, তা নিয়ে অালোচনা হবে। প্রায় দুশো প্রতিনিধি এই বৈঠকে যোগ দিচ্ছেন বলেও তিনি জানিয়েছেন। জানা গিয়েছে, বৈঠক চলাকালীন অারএসএস-র দুই প্রধান সরসংঘচালক মোহন ভাগবত ও সর কার্যবাহ ভাইয়াজী যোশী-র সঙ্গে বৈঠকে বসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।