নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ পূর্বোত্তরের সবকটি লোকসভা আসন জিততে মরিয়া হয়ে উঠেছে বিজেপি৷ অন্তত, মণিপুরে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এই বার্তাই দিয়ে গেছেন৷ সেই লক্ষ্যে, ত্রিপুরায় দুটি লোকসভা আসনের জন্য এখনই দুটি পৃথক কমিটি গড়ে দিলেন তিনি৷ পূর্ব আসনে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য্য এবং বিধায়ক রতন চক্রবর্তীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছেন অমিত শাহ৷ তেমনি পশ্চিম আসনে জন্য গঠিত কমিটির দায়িত্ব দিয়েছেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা প্রতীমা বিশ্বাস এবং স্বাস্থ্য মন্ত্রী সুদীপ রায় বর্মনকে৷ ধারণা করা হচ্ছে, চলতি ইংরেজী বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে পারে লোকসভা নির্বাচন৷ ফলে, হাতে সময় খুবই কম৷ তাই, প্রস্তুতি শুরু করে দিতে পূর্বোত্তরে দলের শীর্ষ নেতৃত্বদের অমিত শাহ সাফ জানিয়ে দিয়েছেন৷
পূর্বোত্তরে আটটি রাজ্য মিলিয়ে লোকসভা আসন রয়েছে ২৫টি৷ সবচেয়ে বেশি আসন রয়েছে আসামে৷ সেখানে লোকসভা আসন সংখ্যা ১৪৷ এছাড়া ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয়ে ২টি করে লোকসভা আসন রয়েছে৷ মিজোরাম, নাগাল্যান্ড এবং সিকিমে লোকসভা আসন রয়েছে ১টি করে৷ পূর্বোত্তরের রাজ্যগুলিতে বর্তমানে অধিকাংশতেই বিজেপি সরকার রয়েছে৷ ফলে, লোকসভা আসনের অধিকাংশই দখলের উদ্দেশ্যে ঝাঁপাবে মোদী-শাহ জুটি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷
মণিপুরের রাজধানী ইম্ফলে শুক্রবার বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ পূর্বোত্তরের রাজ্যগুলিতে লোকসভা নির্বাচনে জয়ের জন্য ব্লুপ্রিন্ট এঁকে দিয়েছেন৷ ওইদিন পূর্বোত্তরে দলীয় নেতৃত্ব এবং সহযোগীদের সাথে রূদ্ধদ্বার বৈঠকে শ্রীশাহ সকলকেই বুঝিয়ে দিয়েছেন, এই অঞ্চলের ২৫টি লোকসভা আসন বিজেপির দখলে আসতেই হবে৷ সূত্রের খবর, রাজ্যের পাশাপাশি পূর্বোত্তরের অন্যান্য রাজ্যগুলির লোকসভা আসনের জন্যও কমিটি গঠন করে দিয়েছেন অমিত শাহ৷