মায়ের বকুনিতে আভিমানে সুকলছাত্রীর আত্মহত্যা কল্যাণপুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ মা-বাবার সামান্য বকুনিতে কেউ সন্তানকে হারিয়ে ফেলবে এমনটা ভাবা যায় না৷ তবে, কল্যাণপুর থানা এলাকার রতিয়া গ্রামে এমনই এক ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, মেয়েকে পড়াশোনা নিয়ে বকাবকি করায় নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে অষ্টম শ্রেণিতে পাঠরতা এক ছাত্রী৷ সংবাদে প্রকাশ, বেশ কিছুদিন ধরে মেয়েটি সুকলে দেরী করে যেত৷ এর ফলে সুকলের শিক্ষকরা মেয়েটির উপর বেজায় ক্ষুব্ধ ছিলেন৷ মেয়েটির বাবা জানান, বৃহস্পতিবার তার মেয়ে বিদ্যালয় থেকে যখন বাড়িতে আসে সে তখন তারা তার আসতে দেরি হয়েছে কেন জানতে চান৷ কিন্তু, সে সময় কোনও কিছু না বলেই চলে যায় এবং মুখ হাত পা ধুয়ে খেতে বসে৷

খাওয়া দাওয়া শেষ করে মায়ের কাজে হাত বাড়ায় সে৷ সে সময় তার মা তাকে পড়ায় বসতে বলেন৷ কিন্তু, মেয়েটি পড়ায় বসেনি৷ তখন মা তার মেয়েকে ডেকে বকুনি দেন৷ এর পরেই মেয়েটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়৷ ঘন্টাখানেক পর মেয়ের কোনও সাড়াশব্দ না পেয়ে মায়ের মনে অজানা আশঙ্কা জেগে উঠে৷ বারবার মেয়ের ঘরের দরজা ধাক্কা দিতে থাকেন তিনি৷ কোনও সাড়াশব্দ না পাওয়ায় তার ঘরের দরজা ধাক্কা মেরে খুলতেই হতবাক হয়ে পড়েন মা৷ তিনি দেখেন, তার মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলছে৷ সঙ্গে সঙ্গে মেয়ের মা চিৎকার দেন৷ তা শোনে মেয়ের বাবা, আশপাশের লোকজন দৌড়ে চলে আসেন৷ খবর দেওয়া হয় থানায় পুলিশকে৷ ঘটনাস্থলে এসে পুলিশ মেয়েটিকে ফাঁসির দড়ি থেকে খুলে নীতে নামায় এবং ময়না তদন্তের জন্য কল্যাণপুর হাসপাতালে পাঠিয়ে দেয়৷ পুলিশ জানিয়েছে, ময়না তদন্ত শেষে মৃতদেহ শনিবার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *