
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শুক্রবার রাতে দ্রুত গতিতে ছুটছিল বালিবোঝাই একটি ট্রাক| রাতের অন্ধকারে আসিওয়ান এলাকায়, রসুলাবাদ পেট্রোল পাম্পের সন্নিকটে রাস্তায় বাঁক নেওয়ার সময় বেসামাল হয়ে উল্টে যায় বালিবোঝাই ওই ট্রাকটি| তখনই ট্রাকের নিচে চাপা পড়ে একটি ইনোভা গাড়ি| পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় উদ্ধারকার্য চালানো হলেও, প্রাণে বাঁচানো সম্ভব হয়নি পাঁচজনকে| পাশাপাশি গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে উন্নাও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| দুর্ঘটনায় নিহতদের নাম হল, হীরালাল (৪০), তাঁর স্ত্রী নির্মলা (৩৫), কন্যা বৈষ্ণবী (১১), ছেলে সূরজ (৯) এবং শ্রবণ (৪৫)|