নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২২ জুন ৷৷ শিক্ষকের দ্বারা এক সুকলছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় উত্তেজনা বিরাজ করছে বিলোনিয়ায়৷ ক্ষোভে ফুসছেন এলাকাবাসী ও অভিভাবকরা৷ শুক্রবার বিলোনিয়ার চোত্তাখলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উত্তম দেবনাথ (৪৪) কর্তৃক তাঁর সুকলেরই চতুর্থ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠলে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ জানা গেছে, ঘটনা সম্পর্কে কাউকে কিছু না-বলার জন্য ছাত্রীটিকে হুমকিও দিয়েছিলেন অভিযুক্ত শিক্ষক৷ কিন্তু বাড়িতে এসে ছাত্রীটি তার মায়ের কাছে সব ঘটনা বলে৷ মায়ের কাছে শুনেন বাবা৷ সঙ্গে -সঙ্গে ছাত্রীর বাবা ও মা বিদ্যালয়ে ছুটে আসেন৷ খবর পেয়ে এলাকাবাসীরাও ছুটে আসেন এবং অবিলম্বে অভিযুক্ত শিক্ষককে সুকল থেকে বরখাস্ত করার দাবি জানাতে থাকেন৷ একইসঙ্গে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবিও জানানো হয়৷
এদিকে সুকলের প্রধান শিক্ষককে ঘটনার বিষয়ে জিগ্যেস করা হলে তিনি বলেন, এর তদন্ত করা হবে৷ যদি ওই শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে প্রমাণিত হয় তা হলে তাঁকে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে৷
অবশ্য পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে৷ শুক্রবার তাকে আদালতে তোলা হলে আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে৷