
হাসপাতাল থেকে ছুটি হওয়ার প্রাক্কালে সুপ্রভাতও জানান উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া| মাইক্রোব্লগিং সাইট টুইটারে সিসোদিয়া লিখেছেন, ‘সুপ্রভাত!! চিকিত্সকদের যত্ন এবং আপনাদের আশীর্বাদে আমি দ্রুত সুস্থ হয়ে উঠছি| সোমবার আমার কেটোন স্তর ছিল ৭.৪ এবং বিপি ১৮৪/১০০ পৌঁছে যায়| কিন্তু, এখন সবকিছুই নিয়ন্ত্রণে|’
প্রসঙ্গত, আইএএস আধিকারিকদের ‘অঘোষিত’ কর্মবিরতি| প্রশাসনিক কাজকর্মে ব্যাঘাত| এই বিষয়ে লেফটেন্যান্ট গর্ভনর অনিল বৈজল ও কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করে চলতি মাসের ১১ জুন থেকে লেফটেন্যান্ট গর্ভনরের অফিসে ধর্না প্রদর্শন করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও স্বাস্থ্যমন্ত্রী সতেন্দ্র জৈন সহ অন্যান্যরা|