
অষ্টম দিনে আপ-এর ধর্না-প্রতিবাদকে খোঁচা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি| সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নকভি বলেছেন, ‘কিছু করার সময় শুন্য, কিন্তু ধর্নায় হিরো| এটাই তাঁদের মানসিকতা| এই মানসিকতা দিল্লিবাসীর বিশ্বাসকে ধ্বংস করে দিচ্ছে|’ এদিকে, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ধর্নার প্রেক্ষিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি বিধায়ক বিজেন্দর গুপ্তা|