
রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘আমাদের মা-বাবারা সবার সঙ্গে মিলেমিশে কাজ করার শিক্ষা দিয়েছিলেন| এই হিন্দুস্তান আমাদের স্বপ্ন| হিন্দু, শিখ সবার জন্য|’ এরপরই কেন্দ্রীয় সরকার তথা মোদী সরকারকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| মমতা বলেছেন, ‘আমরা নতুন ভারত গড়ব| কিন্তু, দেশভাগ হতে দেব না|’ শনিবার দিল্লিতে আয়োজিত নীতি আয়োগের বৈঠক প্রসঙ্গেও কেন্দ্রকে খোঁচা দিয়েছেন মমতা| তৃণমূল নেত্রী বলেছেন, ‘শনিবার দিল্লিতে বৈঠক ছিল| আমি তারিখ পরিবর্তন করার কথা বললাম| ঈদের দিন, ঈদের সঙ্গে কোনও আপস করব না|’