নাসিক, ১০ জুন (হি.স.) : হাওড়াগামী হাওড়া মেল রবিবার দুঘর্টনার কবলে পড়ল। রবিবার ভোররাতে মহারাষ্ট্রের ইগতপুরীতে ট্রেনের তিনটি বগি লাইনচ্যূত হয়। তবে ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি বলে রেল সূত্রে জানা গিয়েছে। ট্রেনটি কেন লাইনচ্যুত হল তার কারণও জানা যায়নি। তবে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে মধ্যরেল।
রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি মুম্বই থেকে হাওড়ার দিকে আসছিল। ট্রেনটির যাত্রীরা জানিয়েছেন, রাত ২টো নাগাদ ইগতপুরী স্টেশনের কিছুটা আগেই হঠাৎ বিকট শব্দ ও ঝাঁকুনির পর ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। পরে জানা যায় ট্রেনের এস-১২, এস-১৩ নম্বর কোচ ও প্যান্ট্রি কার লাইনের থেকে সরে যায়। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছেছে উদ্ধারকারী দল। দুর্ঘটনার জেরে একই রুটে চলা আরও ১২টি ট্রেনকে বাতিল করা হয়েছে। সাতটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।
রেলকর্মী ও নিরাপত্তারক্ষীরা উদ্ধারকাজে নেমে পড়েছেন। দুর্ঘটনার সময় ট্রেনের অধিকাংশ যাত্রীই ঘুমিয়েছিলেন। তাই বিষয়টি টের পাননি তাঁরা।
দুর্ঘটনা প্রসঙ্গে মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, ১২৮০৯ মুম্বই-হাওড়া মেলের তিনটি কামরা লাইনচ্যুত হয়েছে। লাইনচ্যুত হওয়া কামরাগুলি হল এস-১২, এস-১৩ নম্বর কোচ ও প্যান্ট্রি কার।