নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ ত্রিপুরার ক্যুইন প্রজাতির আনারসের প্রথম বিদেশ যাত্রার সূচনা হল আজ৷ কমলপুরের বিলাসছড়া থেকে সংগৃহীত ১ মেট্রিক টন ক্যুইন প্রজাতির আনারস বিমানে উড়ে যাচ্ছে মধ্য প্রাচ্যের দুবাইয়ের উদ্দেশ্যে৷ আগরতলা বিমান বন্দর হয়ে দিল্লী এবং সেখান থেকে আগামীকাল ভোরবেলা পৌঁছে যাবে দুবাইতে৷ যে এক মেট্রিকটন আনারস দুবাইতে রপ্তানি হচ্ছে তা উৎপাদিত হয়েছে জনজাতি সম্প্রদায়ের আনারস চাষীদের হাতে৷ আজ উদ্যান অধিকারের নাগিছড়াস্থিত উদ্যান গবেষণাগার কমপ্লেক্সে ফ্ল্যাগ অফ করে ত্রিপুরার আনারসের বিদেশ যাত্রার শুভ সূচনা করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায় ও কৃষি দপ্তরের পডধান সচিব ইউ ভেঙ্কটেশ্বরলু৷ এ উপলক্ষ্যে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, কৃষকদের আয় দ্বিগুণ করার যে স্বপ্ণ সারা দেশে বাস্তবায়িত করার উদ্যোগ নিয়েছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ আজকের অনুষ্ঠান তারই এক সোপান৷ সেই দিশাতেই ত্রিপুরা সরকারও কাজ করছে৷ উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য ত্রিপুরায় কর্ম সংস্থান, রোজগার বাড়ানো ও শিল্পক্ষেত্রের উন্নয়নে ত্রিপুরা সরকার কাজ করছে৷ তিনি বলেন, শুধু আনারসই নয়, রাজ্যের অন্যান্য উৎপাদিত কৃষিক পণ্য এবং উদ্যান ফসল বহিঃরাজ্যে ও বিদেশে রপ্তানির উদ্যোগ নেবে সরকার৷ কৃষকদের হাতে যাতে সরাসরি টাকা পৌঁছে যায় সেই লক্ষ্যে বিজেপি আই পিএফটি সরকার ক্রমাগত কাজ করে যাবে৷ আজ ক্যুইন প্রজাতির আনারস বিদেশে যাচ্ছে তা ২১ টাকা কেজি দরে ক্রয় করা হয়েছে৷ আনারস চাষীরা উৎপাদন স্থল থেকেই কেজি প্রতি ২০ টাকা মূল্য পেয়েছেন৷ কেজিতে এক টাকা করে পাবে ত্রিপুরা হর্টিকালচার করপোরেশন৷
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বাঁশ চাষের ক্ষেত্রেও সরকার গুরুত্ব দিয়েছে৷ এখানে বেশি পরিমাণে বাঁশ উৎপাদিত হলে সরকার রাজ্যে কাগজ কারখানা স্থাপনের উদ্যোগ নেবে৷ রাজ্যে কাঁঠালের উৎপাদন বৃদ্ধি ও রপ্তানীর বিষয়েও সরকার চিন্তা ভাবনা করছে৷ তিনি বলেন, কৃষির উন্নয়ন মানেই গরীবের উন্নয়ন৷ কৃষকের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ৷ মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন কৃষির উন্নয়নে রাজ্যের সংবাদ মাধ্যমও একটা বড় ভূমিকা নেবে৷ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, রাজ্যে গ্রামীণ অর্থনীতির বিকাশে াাজকের দিনটি একটা মাইল স্টোন হয়ে থাকবে৷ আজ এক মেট্রিকটন দিয়ে বিদেশে রপ্তানী শুরু হল৷ এখন থেকে এক দিন অন্তর অন্তর আনারস রপ্তানী হবে৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি দপ্তরের প্রধান সচিব ইউ ভেস্কটেশ্বরলু৷
স্পাইসজেট মার্চেন্টডাইস প্রাইভেট লিমিটেডের উদ্যোগে কলকাতাস্থিত ক্রেমারি ক্রাফট এর সহযোগিতায় এবং হর্টিকালচার করপোরেশন অব ত্রিপুরার ব্যবস্থাপনায় প্রথমবারের মতো ত্রিপুরার ক্যুইন প্রজাতির আনারস দুবাইতে রপ্তানি হল৷ আজ দুপুর ১২ টাক নাগাদ নাগিছড়াস্থিত উদ্যান গবেষণাগার কেন্দ্র থেকে শীততাপ নিয়ন্ত্রিত রেফার কেনে আগরতলা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওয়ানা হয়৷ সেখান থেকে বিমানে দিল্লী হয়ে দুবাইতে পৌঁছে যাবে৷ ক্রেমারি ক্রাফট এর কর্ণধার শিবনাথ ভট্টাচার্য্য জানালেন আগামীকাল দুবাই এ সেখানকার সকার ১১টা নাগাদ এই আনারস বাজারে পৌঁছে যাবে৷ উল্লেখ্য, আজ যে এক মেট্রিকটন আনারস দুবাইতে রপ্তানি হল তাত কমলপুরের বিলাসছড়ার ৮ জন জনজাতি সম্প্রদায়ের আনারস চাষীর কাছ থেকে সংগ্রহ করা হয়েছে৷
2018-06-04