তিন বাংলাদেশী সহ পাঁচ সন্দেহভাজন ধৃত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ তিন বাংলাদেশি এবং দুইজন অরুণাচল প্রদেশের বাসিন্দাকে আটক করেছে পুলিশ৷ তাদের কাছে কোন বৈধ কাগজপত্র ছিল না৷ তাই, অমরপুর মহকুমার বীরগঞ্জ এলাকায় পুলিশ তাদের আটক করেছে৷ আজ পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করেছে৷

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বীরগঞ্জ থানাধীন ধলুমায় গোপন সংবাদের ভিত্তিতে  পুলিশ টিআর০১-ডি-২৫৮১ নম্বরের একটি ম্যাক্স গাড়িতে তল্লাশি চালায়৷ গাড়িটি অমরপুর থেকে যতনবাড়ি যাচ্ছিল৷ তল্লাশি চলাকালে তিনজন বাংলাদেশি এবং দুইজন অরুণাচল প্রদেশের বাসিন্দাকে আটক করে পুলিশ৷ বাংলাদেশের বাসিন্দাদের কাছে কোন বৈধ কাগজপত্র ছিল না৷ পুলিশ জানিয়েছে মংচন্দ্র চাকমা (৩৭), রেবতি চাকমা(৪৫) এবং মিলি চাকমা (৩৬) কে পুলিশ আটক করেছে৷ তাদের কাছে পাসপোর্ট কিংবা বৈধ কোন কাগজপত্র ছিল না৷ তাদের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ৷ এদিকে, অরুণাচলের দুই বাসিন্দার কাছেও কোন বৈধ কাগজ পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে৷ তাদেরকেও আদালতে সোপর্দ করেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *