নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২ জুন৷৷ বিএসএফ জওয়ানদের সংঘবদ্ধ হামলায় এক স্যোশাল অডিটর গুরুতর ভাবে আহত হয়েছেন৷ ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে আর কে পুর থানার অধীন উদয়পুরের ব্রহ্মাবাড়ীতে৷ বাসে উঠে ঐ স্যোশাল অডিটরকে মারধর করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ আক্রান্ত ব্যক্তির নাম অমৃত সরকার৷ বাড়ি বিশালগড়ের লক্ষ্মীবিল এলাকায়৷ অন্যদিকে পুলিশ আক্রমণকারী জওয়ানদের মধ্যে বিকাশ কুমার নামে একজনকে আটক করেছে৷
সংবাদে প্রকাশ, অমৃত সরকার সরকারী কাজ শেষ করে এদিন বিলোনীয়া থেকে একটি বাসে করে উদয়পুরে আসছিলেন৷ ঐ বাসে ৩১ নং ব্যাটেলিয়ান বিএসএফের জওয়ান বিকাশ কমারও আসছিলেন৷ গাড়িটি ব্রহ্মাবাড়ী আসার পর বিকাশ কুমার তার ব্যাটেলিয়ানের আরও কয়েকজন জওয়ানকে ডেকে আনে৷ গাড়িটি ব্রহ্মাবাড়িতে পৌঁছতেই রাস্তায় অপেক্ষমান জওয়ানরা গাড়িটিকে থামায়৷ জওয়ানরা গাড়ি উঠে অমৃত সরকারকে বেধরক মারধর করতে থাকে৷ বাসের অন্যান্য যাত্রীরাও রীতিমতো হতবাক হয়ে পড়েন৷ চিৎকার চেচামেচি শুনে রাস্তার পাশের দোকানদার ও পথচারীরা বাসে উঠে কোনরকমে এই পরিস্থিতি শান্ত করেন৷ তারপর খবর দেওয়া হয় আর কে পুর থানার পুলিশকে৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই বিএসএফ জওয়ানরা পালিয়ে যায়৷ শুধুমাত্র বিকাশ কুমারকে আটক করা সম্ভব হয়েছে৷ পুলিশ তাকে থানায় নিয়ে যায়৷ অন্যদিকে আক্রান্ত অমৃত সরকারকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কেন এই মারধরের ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ৷ রাতে খবর লেখা পর্যন্ত ঘটনার সূত্রপাত কেন তা জানাতে পারেনি পুলিশ৷