নয়াদিল্লি, ৩০ মে (হি.স.) : রাত পোহালেই চারটি লোকসভা উপনির্বাচনের ভোটগণনা। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের কৈরানা, মহারাষ্ট্রের পালঘর এবং ভান্ডার-গোডিয়া এবং নাগাল্যান্ড লোকসভা উপনির্বাচনে ভোটগণনা হবে।
এছাড়াও দেশের ১১টি বিধানসভা কেন্দ্রে সোমবার উপনির্বাচনের ভোটগণনা হবে। ১১টি বিধানসভাগুলি হল কেন্দ্রগুলি হল কর্ণাটকের রাজারাজেশ্বরী নগর, উত্তরপ্রদেশের নূরপুর, পঞ্চাবের শাহকোট, বিহারের জোকিহাট, ঝাড়খণ্ডের গোমিয়া এবং সিল্লি, কেরলের চেঙ্গানুর, মেঘালয়ের আমপাটি, পশ্চিমবঙ্গের মহেশতলা মহারাষ্ট্রের পালুস কোডেগাঁও।
গত ২৮ মে দেশে ৪টি লোকসভা এবং ১১টি বিধানসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। বহু জায়গায় ইভিএম এবং ভিভিপ্যাট বিকল হয়ে যাওয়া কারণে ক্ষোভ প্রকাশ করে বিরোধিরা। তার জেরে বুধ উত্তরপ্রদেশের কৈরানার ৭৩টি বুথে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। সব মিলিয়ে ৬১ শতাংশ ভোট পড়ে এদিন।