নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ খোয়াই জেলার চাম্পাহাওর, তুলাশিখর, আমপুরা, আশারামবাড়ী প্রভৃতি এলাকায় রবিবার যান চলাচল মারাত্মকভাবে ব্যহত হয়েছে আইপিএফটির চাঁদাবাজীর জন্য৷ শনিবার চাঁদাবাজীর পরিপ্রেক্ষিতে রবিবার কোন যানবাহন চলাচল করেনি৷ শুধুমাত্র কমলপুর থেকে একটি গাড়ি খোয়াইয়ে এসেছে৷ এই পরিস্থিতিতে খোয়াইয়ের মহকুমা শাসক আইপিএফটির মোটর শ্রমিক সংগঠন এবং বিজেপির মোটর শ্রমিক সংগঠন বিএমএস এরে নেতৃত্বদের সাথে বৈঠক করার প্রস্তাব দেয়৷ প্রথমে দুটি সংগঠনের তরফ থেকে বৈঠকে আপত্তি জানালেও পরবর্তী সময়ে বৈঠক হয় মহকুমা শাসকের পৌরোহিত্যে৷ বৈঠকে কড়া ভাষায় মহকুমা শাসক এই দুই সংগঠনকে জানিয়ে দিয়েছে যে কোনভাবেই প্রশাসন বরদাস্ত করবে না যানবাহন থেকে চাঁদা সংগ্রহ৷ অবিলম্বে চাঁদাবাজী বন্ধ করতে হবে৷ এমর্মে দুটি সংগঠনের নেতৃত্বদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে যাতে তারা নিজেদের মধ্যে আলোচনা করে এই চাঁদাবাজী বন্ধ করে৷
এদিকে, আগামীকাল সোমবার অফিস আদালত যথারীতি চলবে, এক্ষেত্রে যানবাহন চলাচলের ক্ষেত্রে কি ধরনের সমস্যার সৃষ্টি হবে এনিয়ে দুশ্চিন্তায় রয়েছে মহকুমা প্রশাসন৷ তাছাড়া আইপিএফটির এই চাঁদাবাজীর জন্য বেজায় ক্ষুব্ধ গ্রাম পাহাড়ের কৃষকরা৷ তারা উৎপাদিত শাক সব্জি বাজারে নিয়ে আসতে পারছেন না যানবাহন চলাচল না করায়৷
2018-05-28