নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ আমাদের দলীয় কর্মীদের কাজ হচ্ছে সরকারী প্রকল্পগুলি শুধুমাত্র পর্যবেক্ষণ করা৷ সরকারী আধিকারীকরা সঠিকভাবে প্রকল্পগুলি যথাসময়ে রূপায়ণ করছেন কি না তার খোঁজখবর রাখা৷ এর বাইরে দলীয় কার্যকর্তাদের কোন বিষয়ে নাক গলানোর বিষয় যে নেই তা স্পষ্ট করে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ রবিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কেন্দ্রের মোদি সরকারের চার বছর পুর্তি উপলক্ষে ‘সাফ নিয়ত, সাফ বিকাশ’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, পূর্বতন সিপিএম নেতৃত্বের সরকার এখানে পঁচিশ বছর শাসন করেছে৷ তখন দেখা গিয়েছে গ্রামস্তরের চুনুপুটি নেতা সংশ্লিষ্ট এলাকায় যে সিদ্ধান্ত নিয়েছে সেই মতো মন্ত্রীবাবুরা পরবর্তী সময়ে সিদ্ধান্ত নিয়েছে কিংবা প্রকল্পগুলি রূপায়নের ব্যবস্থা করেছে৷ কিন্তু, এটা কোন সিস্টেম নয়৷ সরকারে এমন কোন সিস্টেম নেই৷ বিজেপি সরকারে এই সিস্টেম চলবে না৷ এখানে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই গ্রামস্তরে পৌঁছে দেওয়া হবে৷ এখানে সিপিএমের কর্মী কিংবা নেতাদের মতো বিজেপি কর্মীদের চললে হবে না৷ বিজেপির নেতা কর্মীদের কাজ হচ্ছে সরকারী প্রকল্পগুলি শুধুমাত্র পর্যবেক্ষণ করা৷ কোন প্রকল্পের সুযোগ প্রদানে দলবাজী কোনভাবেই বরদাস্ত করা হবে না৷ এই সরকার সাত্রিশ লক্ষ ত্রিপুরাবাসীর সরকার বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স সরকারের চার বছরে ভারতের সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে৷ এর ফল সবচেয়ে বেশি লাভবান হয়েছে ত্রিপুরার মতো আর্থিকভাবে দুর্বল রাজ্যগুলো৷ কারণ এ রাজ্যের ৯০ শতাংশ টাকা আসে কেন্দ্রীয় সরকার থেকে৷ এনডিএ সরকারের চার বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী বলেন, মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর শিক্ষার জন্য নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছেন৷ দেশের এক কোটি গরিব পরিবার ঘর পেয়েছে৷ আগামী ৩১ মের মধ্যে সৌভাগ্য যোজনার মাধ্যমে ৫২৯ টি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে৷
তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে ত্রিপুরাকে ৩০০ কোটি টাকা দিয়েছেন কিছুদিন আগে৷ রাজ্যের উন্নয়নে এই তহবিল থেকে আরও ৫০০ কোটি টাকা দেওয়া হবে৷ ৩০ কোটি টাকা ব্যয়ে ত্রিপুরা রাজ্যের গ্রামীণ এলাকায় ওয়াাইফাই ইন্টারনেট স্থাপন করা হচ্ছে৷ নির্বাচনের আগে বিজেপি ভিশন ডকুমেন্টে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলির সবকটাই পূরণ করবে সরকার৷ এদিন তিনি বলেন, নেশামুক্ত, নারী নির্যাতন মুক্ত ত্রিপুরা গড়াই তার সরকারের অন্যতম লক্ষ্য৷ তাছাড়া বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াও বড় দায়িত্ব৷ তিনি বলেন, সব প্রতিশ্রুতি পূরণ হবে৷ তবে একটু সময় লাগবে৷ যারজন্য তিনি রাজ্যবাসীকে কিছুটা সময় দিতে আবেদন জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার আর্থিকভাবে ত্রিপুরাকে বঞ্চিত করেনি৷ সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের জন্য রাজ্য সরকার কেন্দ্রের কাছে অতিরিক্ত টাকা চেয়েছে৷ শীঘ্রই এি টাকা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
তাছাড়া মুখ্যমন্ত্রী আরও বলেন, একই আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের গরিব অংশের জনগণের কল্যাণে যে সব কর্মসূচি রূপায়ন করেছেন রাজ্য সরকার সেই পথ অনুসরণ করছে৷ রাজধানী আগরতালেক বন্যার হাত থেকে বাঁচাতে বিশেষ পরিকল্পনাও নেওয়া হয়েছে জানান তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব৷ এই সমস্যা দূরীকরণের জন্য রাজ্য সরকার অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করার উদ্যোগ নিয়েছে৷ সবকা সাথ সবকা বিকাশ এর নীতি নিয়ে চলছে সরকার৷ তাই রাজ্য সরকার প্রতিটি বেকার যুবক যুবতীকে স্বনির্ভর হওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে৷ ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে যেমন বেকার যুবক যুবতীরা স্বনির্ভর হবতে পারবেন, তেমনি বিভিন্ন কোম্পানির মাধ্যমে দক্ষদের বেছে নিয়ে কর্মসংস্থানের সুুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷
এদিকে, অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব তথা প্রাক্তন রাজ্য প্রভারী সুনীল দেওধর বলেন, দলের প্রত্যেক নেতা কর্মীদের মার্জিত হতে হবে৷ সাধারণ জনগণের সাথে মার্জিত ভাবে ব্যবহার করতে হবে৷ দলীয় কর্মীদের মনে রাখতে হবে, বিজেপির সরকার রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে৷ সেক্ষেত্রে জনগণের সাথে মার্জিত ভাবে ব্যবহার না করলে পক্ষান্তরে ক্ষতি দলেরই হবে৷ তাই তিনি সকলের প্রতি আহ্বান রাখেন মার্জিত হয়ে জনগণের সাথে ব্যবহার করার জন্য৷
2018-05-28