সবুজদ্বীপে আপত্তিজনক অবস্থায় আটক ছয় জোড়া যুবক যুবতী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ শহতলীর মলয়নগরস্থিত সবুজদ্বীপ নামের একটি বিনোদন পার্কে আপত্তিজনক অবস্থায় ছয় জোড়া যুবক যুবতীকে আটক করেছে পুলিশ৷ জানা গিয়েছে আমতলী থানার পুলিশ এবং স্থানীয় এসডিপিও সাদা পোশাকে সবুজদ্বীপে হানা দেয়৷ সেখান থেকে অসংলগ্ণ অবস্থায় থাকা ঐ যুবক যুবতীদের আটক করে থানায় নিয়ে গিয়েছে৷ সংবাদে প্রকাশ, এই সবুজদ্বীপ নামক বিনোদন পার্কটি এক দশকেরও বেশী পূর্বে গড়ে তোলা হয়েছিল৷ পার্কের জন্মলগ্ণ থেকেই কলংকের কালিমা লেপন হয়ে৷ এই পার্কে অসামাজিক কাজকর্ম প্রতিনিয়তই চলছে৷ বিশেষ করে যুবক যুবতীরা সেখানে ফস্টিনস্টি করতে যায়৷ পার্কের ভেতরে কুকর্ম করার জন্য বিশেষ ব্যবস্থাও করে রেখেছে পার্ক কর্তৃপক্ষ৷ ছোট ছোট টংঘরের মতো রয়েছে৷ সেগুলি ভাড়া দেওয়া হয় ৫০ টাকা মাথাপিছু৷ দেখা গিয়েছে যুবক যুবতীরা ঐ টংঘরগুলিতে ছুটে যান৷ আর এই টংঘরের ভেতরে চলে নানা অপকর্ম৷ এদিন পুলিশ হানা দিয়ে ছয় জোড়া যুবক যুবতীকে আপত্তিজনক অবস্থায় আটক করেছে৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই পার্কটির দরুণ এলাকার পরিবেশ বিষিয়ে উঠছে৷ অবিলম্বে পার্কটি নিষিদ্ধ করে দেওয়া হোক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *