শ্রীনগর, ১৬ মে (হি.স.) : বজ্রাহত হয়ে মৃত্যু হল এক মহিলার। প্রাকৃতিক দুর্যোগের কারণে মর্মান্তিক দুর্ঘটনাটি বুধবার সকালে জম্মু ও কাশ্মীরে কুপওয়াড়া জেলার সাহাবাদ ওয়ারনায়ের লোহাবে ঘটেছে।
এদিন সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন বছর ২৯ এর শাহিনা বেগম। তখন বাজ পড়ে তার উপর। গ্রামবাসীদের তৎপরতায় ওই মহিলাকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মৃতদেহটি পরিবার বর্গের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার সারা রাত ধরে দিল্লিসহ উত্তর ভারতের একাধিক জায়গায় ঝড়বৃষ্টি হয়। তার জেরে এদিন সকালে ব্যাপক বজ্রপাত হয়। আর সেই বজ্রপাতেই মৃত্যু হয় ওই মহিলার।