কর্ণাটকে এগিয়ে বিজেপি, ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনা

নয়াদিল্লী, ১২ মে (হিঃসঃ)৷৷ শনিবার কর্ণাটক বিধানসভার ভোটপর্ব শেষ হতেই প্রকাশিত নির্বাচন পরবর্তী জনমত সমীক্ষা৷ অধিকাংশ সমীক্ষায় এগিয়ে বিজেপি৷ তবে বেশীরভাগ সমীক্ষারই ইঙ্গিত দেওয়া হল ত্রিশঙ্কু বিধানসভা হচ্ছে কর্ণাটকে৷ সরকার গড়তে নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার জেডি(এস)৷

দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কড়া নিরাপত্তা বেষ্টনীতে মোটামুটি শান্তিপূর্ণভাবেই কর্ণাটক বিধানসভার ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে৷ শনিবার কর্ণাটক বিধানসভায় ভোট পড়েছে ৭৩ শতাংশ৷ এদিন কর্ণাটক বিধানসভা ভোট শেষ হতেই প্রকাশিত হল একজিট পোল৷ অধিকাংশ সমীক্ষায় এগিয়ে বিজেপি৷ তবে, বেশীরভাগ সমীক্ষায়ই ইঙ্গিত দেওয়া হল, ত্রিশঙ্কু বিধানসভা হচ্ছে কর্ণাটকে৷ সরকার গড়তে নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার জেডি(এস)৷

এদিন প্রকাশিত এবিপি নিউজ -সি ভোটারের সমীক্ষা অনুসারে বিকেল চারটা পর্যন্ত পড়া ভোটের হিসাবে বিজেপি সিট শেয়ার বাড়ছে৷ বিজেপি পাচ্ছে ৯৭ থেকে ১০৭ টি আসন৷ কংগ্রেস ৮৭ থেকে ৯৯ টি, জেডি(এস) ২১ থেকে ৩০টি ও অন্যান্যরা ৪ টি আসন পেতে পারে৷ শতাংশের হিসাবে বিজেপি ও কংগ্রেসের ভোটের হার যথাক্রমে ৪১ ও ৩৯৷ জেডি(এস) ১৭ শতাংশ ভোট পাচ্ছে, অন্যরা পাবে তিন শতাংশ৷

রিপাবলিক টিভি-জন কি বাত সমীক্ষায় বিজেপি ৯৫-১০৪ টি আসন পাওয়ার ইঙ্গিত রয়েছে৷ এই সমীক্ষায় কংগ্রেসকে দেওয়া হয়েছে ৭৩ থেকে ৮২ টি আসন৷ দেবগৌড়ার দল পেতে পারে ৩২ থেকে ৪৩ টি আসন৷

টাইমস নাও-ভিএমআর এক্সিট পোলের হিসাব, কংগ্রেস ৯০-১০৩ টি আসন পেতে চলেছে৷ বিজেপি পাচ্ছে ৮০-৯৩টি আসন৷ ইন্ডিয়া টুবে অ্যাক্সি মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুসারে ১০৬-১১৮ টি আসন পেতে পারে কংগ্রেস, বিজেপি ৭৯ থেকে ৮২ টি৷ টাইমস নাও জেডি(এস) কে দিয়েছে ৩১-৩৯ টি আসন৷ ইন্ডিয়া টুডের হিসাবে দেবগৌড়ার দল পেতে পারে ২২-৩০ টি আসন৷

নিউজ এক্স বিজেপি, কংগ্রেস ও জেডি(এস) যথাক্রমে ১০২-১১০, ৭২-৭৮ ও ৩৫-৩৯ টি আসন পেতে পারে বলে সমীক্ষায় জানিয়েছে৷ ইন্ডিয়া টুডের হিসাবে, কংগ্রেস, বিজেপি পাচ্ছে ৩৯  ৩৫ শতাংশ ভোট৷ রিপাবলিক টিভি কংগ্রেস ৩৬ ও বিজেপি ৩৮২৫ শতাংশ ভোট পেতে পারে বলে জানিয়েছে৷

২২৪ আসনের কর্ণাটকে আজ ভোটগ্রহণ হয়েছে ২২২ টি আসনে৷ সরকার গড়তে চাই নূ্যনম ১১৩ জন বিধায়ক৷ গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস জিতেছিল ১২২টি আসন৷ বিজেপি পায় ৪০টি আসন, জেডি(এস) ও ৪০ টি আসনে জয়ী হয়৷ তবে এই নির্বাচনে দলের জয়ের ব্যাপারে আশাবাদী দুই দলই৷ কর্ণাটকে পুনরায় জয়ের ব্যাপারে কংগ্রেস যেমন আশাবাদী তেমনই আশাবাদী ইয়েদুরাপ্পাও৷ শিকারিপুর কেন্দ্রে সকাল সকাল গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার পর ইয়েদুরাপ্পা দাবি করেছেন, কর্ণাটকের ২২২টি আসনের মধ্যে বিজেপি কম করে ১৪৫-১৫০ টি আসনে জয়ী হবে৷ একই সঙ্গে তিনি ১৭ মে শপথ নেবেন বলেও ঘোষণা করেছেন৷ এ প্রসঙ্গে ইয়েদুরাপ্পাকে কটাক্ষ করে বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, ইয়েদুরাপ্পা মানসিক ভাবে বিরক্ত৷ ১২০টিরও বেশী আসন পাবে কংগ্রেস৷ আমি প্রবল আত্মবিশ্বাসী৷ তবে শেষ পর্যন্ত ভোটারদের রায় কোন পক্ষে গেল তা জানতে অপেক্ষা করতে হবে ১৫ মে পর্যন্ত৷ ওইদিনই কর্ণাটকের ভোট গণনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *