নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১১ মে৷৷ বিদ্যুৎ পরিবাহী লাইনে কাজ করতে গিয়ে এক বিদ্যুৎ কর্মী গুরুরত ভাবে আহত হয়৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া এলাকায়৷ গত ২ দিন ধরে মোহরছড়া এলাকায় বিদ্যুৎ ছিলনা৷ তার সুবাদে তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে সাব ডিভিশন-নং-২ এর এক কর্মী বিদ্যুতের এসটি লাইনে কাজ করতে যায় অন্যান্য কর্মীদের সাথে৷ রঞ্জিৎ ভট্টাচার্য্য নামে ওই বিদ্যুৎ কর্মী আচমকা বিদ্যুৎ শক লেগে উপর থেকে নিচে পড়ে আহত হয়৷ আহত ব্যাক্তিকে প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে পরে জিবি হাসপাতালে প্রেরণ করে দেয় চিকিৎসক৷
2018-05-12