নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে ৷৷ ঝড়ে গত দেড়মাসে রাজ্যে ৩৬২৪ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে৷ ঝড় ও বজ্রপাতে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে৷ আবহাওয়া বিভাগ জানিয়েছে, এবছর ঝড় ও বৃষ্টিপাতের পরিমান অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি৷ স্বাভাবিক ভাবেই মাত্র দেড়মাসে ক্ষয়ক্ষতির এই পরিমান আগামী দিনে রাজ্য সরকারের আরোও চিন্তা বাড়াবে বলেই মনে হচ্ছে৷
প্রাপ্ত রিপোর্টে জানা গেছে, ৩০ মার্চ থেকে ১০ মে পর্যন্ত ঝড় বৃষ্টিতে ৩৬২৪ টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে৷ সাড়া রাজ্যে সবচেয়ে বেশি পশ্চিম জেলার বাসিন্দারা ক্ষতিগ্রস্থ হয়েছেন৷ পশ্চিম জেলায় সদর, মোহনপুর ও জিরানিয়া মহকুমায় ১৮১২ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে৷ এছাড়া ঊনকোটি জেলাতে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষয়ক্ষতি হয়েছে৷ সেখানে ৫২৮ পরিবার এই কদিনে ক্ষতিগ্রস্থ হয়েছে৷ রিপোর্ট অনুযায়ী এই সময়ের মধ্যে ধলাইতে ৫১৬ পরিবার, খোয়াইতে ১৪৬ পরিবার, উত্তর জেলার ১০৫ পরিবার, গোমতী জেলায় ২৮৬ পরিবার, সিপাহীজলা জেলায় ২১৮ পরিবার এবং দক্ষিণ জেলায় সবচেয়ে কম ১৩ পরিবার ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে৷
সাড়া রাজ্যে এই সময়ে ৫ জন ঝড় ও বজ্রপাতে মারা গেছেন৷ উত্তর জেলায় দুই জন এবং গোমতী, খোয়াই ও পশ্চিম জেলায় ১ জন করে ঝড় ও বজ্রপাতের কারণে নিহত হয়েছেন৷ এদিকে, সারা রাজ্যে কেবল সিপাহীজলা জেলার বিশালগড়ে ৫টি কুড়ে ঘর ঝড় বৃষ্টিতে সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে৷ সারা রাজ্যে ৫ জনের জীবনজীবিকা নির্বাহ করার ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হয়েছে৷ খোয়াই জেলার পদ্মবিলে সবচেয়ে বেশি ৪ জনের জীবন জীবিকা ক্ষতিগ্রস্থ হয়েছে৷ এছাড়া অমরপুরে ১ জনের জীবন জীবিকা ক্ষতিগ্রস্থ হয়েছে৷
এদিকে, সারা রাজ্যে এই সময়ে ১৭১ টি বাড়ি পুরো ধবংস হয়েছে৷ এছাড়া ৫২৩টি বাড়ি মারাত্মক ভাবে এবং ২৭৫৫টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে৷ প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে বলে জানা গেছে৷