কলমচৌড়ায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৫ মে৷৷ কলমচৌড়া থানাধীন মানিক্যনগর রুখিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাশের গভীর জঙ্গলে উদ্ধার হয়েছে পচাগলা মৃতদেহ৷ অশনিবার সকালে কয়েকজন ঐ জঙ্গলে লাকড়ী সংগ্রহ করতে যায়৷ পচা গন্ধ পেয়ে কাছে এগিয়ে দেখে একটি মৃতদেহ ৷ এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে৷ স্থানীয় লোকজন কমলচৌড়া থানায় খবর দেন৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বক্সনগর হাপাতালে মর্গে নিয়ে যায়৷ পুলিশ জানিয়েছেন এখন পর্যন্ত মৃতদেহটি সনাক্ত করা যায়নি৷ পুলিশের ধারনা অন্য কোন জায়গায় আপরিচিত এই ব্যক্তিকে হত্যা করে মৃতদেহটি রুখিয়ার গভীর জঙ্গলে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়৷ কেননা সাম্প্রতিক সময়ে থানা কিংবা ঐ এলাকায় কোন নিখোঁজ সংক্রান্ত থানায় মিসিং ডায়েরি নেই৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এই স্থানে আজ থেকে দেড় বৎসর আগেও একটি মৃতদেহ পাওয়া গিয়েছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *